এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জোড়া মামলার শুনানির দিনে তৃণমূল কর্মীদের সংযত থাকার আর্জি হেভিওয়েটদের পরিবারবর্গের

জোড়া মামলার শুনানির দিনে তৃণমূল কর্মীদের সংযত থাকার আর্জি হেভিওয়েটদের পরিবারবর্গের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি রয়েছে। একদিকে নারদ মামলাটি অন্য কোন রাজ্যে নিয়ে যাওয়ার সিবিআইয়ের আবেদনের শুনানি যেমন রয়েছে। তেমনি হেভিওয়েটের জামিনের আবেদনের শুনানিও আজ হতে চলেছে কলকাতা হাইকোর্টে। আজ মামলার শুনানির দিনে তৃণমূল কর্মীদের কোন রকম ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন না করে সংযত থাকার আর্জি জানালেন মদন মিত্রর স্ত্রী ও ফিরহাদ হাকিমের কন্যা।

গত সোমবার নারদ কান্ডে ৪ হেভিওয়েটকে সিবিআই গ্রেফতার করে। তাঁদের নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। এরপর নিজাম প্যালেসে দিনভর তৃণমূল কর্মীদের ক্ষোভ বিক্ষোভ চলে। কলকাতার একাধিক রাস্তা অবরোধ করা হয়। সেদিনের এই বিক্ষোভ সিবিআইকে যথেষ্ট সুবিধা করে দিয়েছে বলে, মনে করছেন অনেকে। আজ যাতে এই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। তার আবেদন জানালেন মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র ও ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ জোড়া মামলার শুনানির দিনে বিধানসভা, হাইকোর্ট বা তার নিকটবর্তী কোথাও তৃণমূল কর্মীদের জমায়েত না করার আর্জি জানিয়েছেন মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র। তিনি জানিয়েছেন, সংবিধান মেনে বিচার বিভাগের কাজ যাতে মসৃণভাবে পরিচালিত হতে পারে, তা নিশ্চিত করতে সম্পূর্ণ রকম সহযোগিতা করতে। তিনি জানিয়েছিলেন, মদন মিত্রের স্ত্রী হয়ে তাঁর পক্ষ থেকে তিনি রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সহকর্মী ও রাজ্যের সমস্ত তৃণমূল কর্মীদের কাছে তিনি এই বিশেষ অনুরোধ ব্যক্ত করছেন।

অন্যদিকে, ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম জানিয়েছেন যে, তৃণমূল কর্মীরা যদি ফিরহাদ হাকিমকে ভালোবেসে থাকেন, তবে তাঁরা অবশ্যই যেন করোনা পরিস্থিতির কথা মাথায় রাখেন। যাতে কোনোভাবেই করোনা না ছড়ায়। একথাই তাঁদের জানাতে চান ফিরহাদ হাকিম। আজ হাইকোর্টের সামনে কোন ভিড় না করতে তৃণমূল কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁরা যা ইচ্ছে লিখুন, কিন্তু কেউ যেন বাইরে না আসেন, সেইসাথে ভিড় না জমান। তাঁদের উদ্দেশ্যে তিনি জানাতে চান যে, করোনার কথা যেন তাঁরা ভুলে না যান।

এভাবে মামলার শুনানির দিনে তৃণমূল কর্মীদের সংযত থাকার বিশেষ আবেদন জানালেন হেভিওয়েটের পরিবারবর্গ। প্রসঙ্গত গত সোমবার যেভাবে ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করেছেন তৃণমূল কর্মীরা। তাদের সিবিআইয়ের হাতে নতুন অস্ত্র তুলে দেয়া হয়েছে বলে, একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আজকেও যদি এই ঘটনা ঘটে, তবে সিবিআই বিশেষ সুবিধা পেয়ে যাবে। সে ক্ষেত্রে যেমন জামিনের ব্যাপারে সমস্যা বাড়বে। তেমনি নারদ মামলা অন্য কোন রাজ্যে নিয়ে যাওয়ার যে আবেদন সিবিআই করেছে, তার সত্যতা প্রমান অনেক বেশি সহজ হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!