বড়সড় ধাক্কা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের বিশেষ খবর রাজ্য December 26, 2017 সবং উপনির্বাচনের ফল বেরোনোর পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সবংয়ের সিপিআইএম প্রার্থী রীতা জানা মন্ডল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে বাম ভোটারদের আটকানো এবং শাসকদলের হয়ে ভোট করানোর মত বিস্ফোরক অভিযোগ নিয়ে এসেছিলেন। আর তার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বড় ধাক্কা খেলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। সূত্রের খবর, জেলার পুলিস সুপারের তুলনায় কার্যত গুরুত্বহীন একটি পদে তাঁকে বদলি করা হয়েছে, এখন থেকে তিনি বারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিসের তৃতীয় ব্যাটালিয়নের কমান্ড্যান্টের পদ সামলাবেন। পাঁচ বছরেরও বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুলিস জেলার সুপারের পদে থাকা, মুখ্যমন্ত্রীর স্নেহধন্যা বলে সুপরিচিতা ভারতীদেবীর এই বদলি নিয়ে প্রশাসনিক তথা রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে ভারতী ঘোষের স্থলাভিষিক্ত হয়ে পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিস সুপার হচ্ছেন অলোক রাজোরিয়া। সোমবার বড়দিনে সরকারি ছুটি থাকা সত্ত্বেও এই বদলির নির্দেশ জারি হওয়ায় বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -