রণক্ষেত্র ভাটপাড়া, সংসদীয় দল পাঠাচ্ছে বিজেপি নদীয়া-২৪ পরগনা June 20, 2019 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা অর্জুন সিংহ জয়লাভ করার পরই সেই কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়। আর এরপরই বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হতে দেখা যায় ভাটপাড়াকে। মাঝে কিছুদিন বোমা, গুলির আওয়াজ বন্ধ ছিল। রাতে বেশ শান্তি মতই ঘুমোচ্ছিলেন এখানকার মানুষেরা। কিন্তু এবার ফের সেই ভাটপাড়া এলাকা উত্তপ্ত হয়ে উঠল। জানা গেছে, আজ এইখানে একটি নতুন থানা উদ্বোধন করার কথা ছিল ডিজির। কিন্তু সেই থানা উদ্বোধনের আগেই ভাটপাড়া ফাঁড়ির 200 গজের মধ্যে ব্যাপক গুলি এবং বোমার লড়াই শুরু হয়। ইতিমধ্যেই এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রামবাবু সাউ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একাংশের বক্তব্য, ভাটপাড়ায় এতদিন পুলিশ ফাঁড়ি থাকলেও তা জগদ্দল থানার অন্তর্গত ছিল। কিন্তু ভোট পরবর্তী হিংসায় যেভাবে এই এলাকা উত্তপ্ত হয়েছিল, তাতে সেই জগদ্দল থানা ভেঙে এদিন ভাটপাড়া থানা উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তা উদ্বোধন হওয়ার আগেই যেভাবে আজ সেখানে বোমা এবং গুলিবর্ষন শুরু হল তাতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়লেন। এদিকে এই ঘটনায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, “পুলিশ লেলিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশের গুলিতে মারা গিয়েছে। কিন্তু পুলিশ বিভিন্ন বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছে। পুলিশকে নিরপেক্ষ হতে হবে।” এদিকে ভাটপাড়ার এই অশান্তির জেরে এবার সেখানে সংসদীয় দল পাঠাতে তৎপর হয়েছে বিজেপি। জানা গেছে, এই সংসদীয় দল গোটা এলাকা পরিদর্শন করে কেন পুলিশ গুলি চালালো, তা খতিয়ে দেখে গোটা ঘটনার রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর কাছে জমা দেবে। সব মিলিয়ে এবার নতুন থানা উদ্বোধন হওয়ার আগেই গুলি এবং বোমার জেরে উত্তপ্ত ভাটপাড়ার পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছে বিজেপির সংসদীয় দল। আপনার মতামত জানান -