এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, মুখ্যমন্ত্রীর তুই তোকারি কটাক্ষের মোক্ষম জবাব দিলেন শুভেন্দু অধিকারী

Big Breaking, মুখ্যমন্ত্রীর তুই তোকারি কটাক্ষের মোক্ষম জবাব দিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নন্দীগ্রামের একাধিক জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে একেবারে তুই তোকারি করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজারে তাঁর পায়ে আঘাতের ঘটনায় তিনি সরাসরি দায়ী করলেন শুভেন্দু অধিকারীকে। সম্প্রতি এর জবাব দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, সভায় লোক হচ্ছে না বলে, হতাশায় ভুগছেন মুখ্যমন্ত্রী।

আজ নন্দীগ্রামের বয়ালের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, তাঁরা ভদ্র ভাবে খেলেন, কিন্তু তাঁর সঙ্গে কেউ যদি লাগতে আসেন, তাঁকে যদি আঘাত কেউ করে, তবে তাঁর ওপরে তিনি সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন। এরপরই তিনি শুভেন্দু অধিকারীকে একেবারে তুই তোকারি ভাষায় জানান,” আমি বাইরের মেয়ে? তুই বেটা হরিদাস কাঁথির ছেলে, কী করে বেড়াস, তুই কবে নন্দীগ্রামের ছেলে হলি! তুই তো দালালি করে গেছিস। সিপিএমের দালালি করেছিস, বিজেপির দালালি করেছিস। কি দিইনি তোকে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুই তোকারি করে আরো জানান যে, শুভেন্দু অধিকারীরা তাঁকে আঘাত করেছিলেন। কিন্তু তিনি ভদ্রতা করে তা চেপে গিয়েছিলেন। ভোটের সময় শুভেন্দু অধিকারী তাঁর পা জখম করেছেন।অন্যদিকে, আজ ঠাকুরচকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জানিয়েছেন,” কী দিইনি তোকে! পরিবেশ দফতর, সেচ, পরিবহণ দফতরের মন্ত্রী করেছি। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেছি, তোর বাবাকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যান করেছি, তোর ভাইকে কাঁথি পুরসভার চেয়ারম্যান করেছি।”

তাঁকে নিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক কটাক্ষের পর তার জবাব দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী(বেগম) হতাশায় ভুগছেন। কারণ তাঁর নাটক ধরা পড়ে গেছে। সভায় লোক হচ্ছেন না বলে, হতাশায় ভুগছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, নন্দীগ্রাম নিয়ে দ্বিচারিতা করেছেন মুখ্যমন্ত্রী। ২০১১ সালে তিনি এসেছিলেন, ২০১৬ সালেও ভোটের সময় এসেছেন, এবার আবার ৫ বছর পর নির্বাচনের আগে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন, কলমা পড়েন। বিজেপি ধর্ম নিয়ে কখনই রাজনীতি করেনা, যা মুখ্যমন্ত্রী করেন। বিজেপি বলে থাকে, সবকা সাথ, সবকা বিকাশ। এভাবেই মুখ্যমন্ত্রীর একাধিক কটাক্ষের মোক্ষম জবাব দিলেন শুভেন্দু অধিকারী।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!