এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking নতুন ভারত পাল্টে গেছে, কবে বুঝবে ইন্ডি? জঙ্গী হামলা বন্ধে হিম্মত দেখালেন মোদী!

Big Breaking নতুন ভারত পাল্টে গেছে, কবে বুঝবে ইন্ডি? জঙ্গী হামলা বন্ধে হিম্মত দেখালেন মোদী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আর কবে হুশ ফিরবে এই দেশের অপরিণত বিরোধী দলগুলোর? তারা এখনও চিৎকার চেঁচামেচি করছে যে, নরেন্দ্র মোদীর হাতে নাকি দেশ সুরক্ষিত নয়। কিন্তু দেশের মানুষ আবার তৃতীয়বারের জন্য সেই নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী দেখতে চেয়েছেন। আর তার অন্যতম বড় কারণ, এই দেশকে সবদিক থেকে সুরক্ষিত রাখতে, জঙ্গিদের দমন করতে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। তবে সেইটা বোঝার মতো ক্ষমতা হয়ত দীর্ঘদিন ধরে দেশকে বিপদের মুখে ফেলা কংগ্রেস সহ বিরোধীদের হয়নি। তাই সংসদে তারা আবারও চিৎকার চেঁচামেচি করছে। ফলে এবার তাদের মুখ বন্ধ করে দিতে জঙ্গি উপদ্রব এলাকাগুলিতে কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এবং ২০১৪ সালের আগের ভারতবর্ষের সঙ্গে এখনকার ভারতবর্ষের কি পার্থক্য, তা স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, আজ সংসদে জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই জঙ্গি দমনে বর্তমান সরকার কিভাবে কাজ করছে, তা স্পষ্ট করে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালের আগে যখন খুশি ভারতে হামলা হত। কিছু করার ছিল না। কিন্তু ২০১৪ সালের পর সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারে ভারত।” একাংশ বলছেন, দেশের মানুষ সব সময় চায়, তাদের দেশ যাতে সুরক্ষিত থাকে। ২০১৪ সালের আগে একের পর এক হামলা হলেও সেভাবে পাল্টা জবাব দিতে পারেনি ভারত। কিন্তু এখন দেশকে সুরক্ষিত রাখার মত একজন দমদার নেতা রয়েছে।

তাই যখনই জঙ্গি হামলা হয়েছে, যখনই চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত, তখনই শত্রুকে পাল্টা জবাব দেওয়ার মত ক্ষমতাও দেখিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। আর সেই জায়গায় দাঁড়িয়ে ২০১৪ সাল থেকে ভারতে হামলা হলে তার পাল্টা জবাব হয়েছে। আর সেই কথা তুলে ধরেই নিজের হিম্মত দেখালেন নরেন্দ্র মোদী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!