এখন পড়ছেন
হোম > জাতীয় > ক্রমশ চাপ বাড়াচ্ছে চীন! ভারতের সীমানার খুব কাছেই বিপুল সৈন্যের জমায়েত, বাড়ছে উত্তেজনা

ক্রমশ চাপ বাড়াচ্ছে চীন! ভারতের সীমানার খুব কাছেই বিপুল সৈন্যের জমায়েত, বাড়ছে উত্তেজনা


যত দিন যাচ্ছে, ততই ভারতবর্ষের সংকট বাড়তে শুরু করেছে। একদিকে করোনা ভাইরাসকে নিয়ে চিন্তা যেমন অব্যাহত, ঠিক তেমনই বিভিন্ন রাজ্যের দুর্যোগ নিয়ে আতঙ্ক বাড়ছে দেশের। আর এই পরিস্থিতিতে ভারত-চীন সীমান্তে উত্তেজনার পারদ চড়তে শুরু করল। সূত্রের খবর, পূর্ব লাদাখে প্রচুর চীনা সেনা জড়ো হয়েছে। আর তাকে কেন্দ্র করেই আতঙ্ক বাড়ছে।

যদিও বা ভারতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা কোনমতেই চীনের সৈন্যের কাছে পিছু হটবে না। ইতিমধ্যেই এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2017 সালে ডোকলামে অচলাবস্থার পর গত মাসের শুরুর দিকে ভারত-চীন সীমান্তে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, গত 9 মে সিকিম সেক্টরে নাথু লা পাসের কাছে প্রায় দেড়শো জন ভারতীয় এবং চীনা সেনা জওয়ানরা মুখোমুখি হন। যে ঘটনায় 10 জন সেনা জখম হন বলে খবর। আর এই পরিস্থিতিতে যখন সীমান্তে আবার চিনা সৈনিকরা জড়ো হতে শুরু করেছেন, তখন আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে এদিন এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এটা নিয়ে মতানৈক্য রয়েছে। বিপুল সংখ্যক চিনা সেনা জড়ো হয়েছে। ভারতের যা করা প্রয়োজন, সেটাই ভারত করেছে। এরকম পরিস্থিতির সমাধান আমরা আগেও করেছি।

বর্তমান ইস্যু নিয়ে সমাধান করতে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। কোনো দেশকে আঘাত করে না ভারত, তেমন কোনো আঘাত বরদাস্ত করে না ভারত।” আর রাজনাথ সিংহ এই কথা বলার পরেই তৈরি হয়েছে গুঞ্জন। তাহলে কি এবার ভারত চীনের সংঘর্ষ আবার চরম আকার ধারণ করবে? আর যদি এমনটা হয়, তাহলে চীন-ভারত সম্পর্ক অত্যন্ত জটিল হয়ে যাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!