এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking”রাষ্ট্রপতির ক্ষমতা নেই” সাংঘাতিক মন্তব্য বিমান ব্যানার্জির! এ কোন ঔদ্ধত্য?

Big Breaking”রাষ্ট্রপতির ক্ষমতা নেই” সাংঘাতিক মন্তব্য বিমান ব্যানার্জির! এ কোন ঔদ্ধত্য?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এমনিতেই রাজ্যপালের বিরুদ্ধে যা খুশি তাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তার সুরেই সুর মিলিয়ে রাজ্যপাল তো বটেই, এমনকি দেশের রাষ্ট্রপতির সম্পর্কে যে কথা বলে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তা শুনলে অনেকেই চমকে যাবেন। দুই বিধায়কের শপথ গ্রহণ আজ বিধানসভায় হলেও, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। রাজভবন ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হলেও, কেন স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছেন, সেই ব্যাপারে প্রশ্ন তুলে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়কে পাত্তা না দিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চরম ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ ঘটালেন বলেই দাবি করছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন রাজভবনের পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে এবং যেভাবে তিনি সংবিধান লংঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হয় বিমান বন্দ্যোপাধ্যায়কে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বলেন, “রাজ্যপালের কোনো সমাজ মাধ্যমের পোস্টের জবাব আমি দেব না। আমি যা করার আইন সংগতভাবেই করেছি। তা বিধানসভায় নথিভুক্ত হয়েছে। রাজ্যপালের কোনো ক্ষমতা নেই স্পিকারকে সরিয়ে দেওয়ার, আর রাষ্ট্রপতিরও সেই ক্ষমতা নেই।”

আর এখানেই বিরোধীরা বলছেন, একেই বলে চরম ঔদ্ধত্যের জায়গায় পৌঁছে যাওয়া। সমস্ত নিয়ম-নীতি লংঘন করার পর কি করে বিধানসভার অধ্যক্ষ এত বড় বড় কথা বলেন? রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন, ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর জন্য। কিন্তু সেই জায়গায় তিনি শপথ বাক্য পাঠ করিয়ে সমস্ত নিয়ম লংঘন করেছেন। আর যেভাবে সমস্ত সাংবিধানিক পদকে অসম্মান করছেন, তার ফল আগামী দিনে পেতেই হবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!