‘বিদ্রোহ’ ঠেকাতে নতুন কমিটি করেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে গেল মালদায় মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য June 28, 2018 আগামী বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তার ঠিক আগেই পুরাতন মালদার বিজেপির নগর মন্ডল কমিটিতে বাধল গোষ্ঠী কোন্দল। সূত্রের খবর, বিজেপির পুরাতন মালদা নতুন নগর মন্ডল কমিটি ঘোষণা করার কথা ছিল রবিবার।কিন্তু সেখানে নতুন কমিটি হল ঠিকই, তবে যুব ও মহিলা থেকে কয়েকজনকে মূল কমিটিতে আনার কথা থাকলেও শুধুমাত্রই বদল দেখা গেল সাধারণ সম্পাদক পদে। আর যা নিয়ে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের মুখে পুরাতন মালদার বিজেপি নগর মন্ডল কমিটি। তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন পুরাতন মালদার বিজেপির নগর মন্ডল সভাপতি চন্দন দে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। তিনি বলেন, “লোকসভা ভোটকে সামনে রেখেই হয়েছে এই রদবদল। সাধারণ সম্পাদক পদে দুই নতুন মুখ আনা হয়েছে। এবারেও বিজেপি যাতে মালদায় ভালো ফল করে সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি।অন্যদিকে কেন এইভাবে তাকে সরিয়ে দেওয়া হলো তা জানতে চাইবেন রাজ্য সভাপতির কাছে বলে জানিয়েছেন এই নগর মন্ডলের প্রাক্তন সাধারন সম্পাদক স্বপন শিকদার। এহেন রদবদল নিয়ে মালদা জেলার বিজেপি সভাপতি সুব্রত কুন্ডু বলেন, “রদবদল নতুন কিছু নয়। দলে থেকে কাজ করলে সব ঠিক হয়ে যাবে।” কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন তড়িঘড়ি রদবদল হলো ঠিকই কিন্তু এই সামান্য পদে রদবদল কেন! জানা গেছে, দীর্ঘদিন ধরেই পুরাতন মালদার বিজেপির মধ্যে বিদ্রোহ লেগেই আছে।তাই দলীয় স্তরে এই বিদ্রোহের গতিকে স্তব্ধ করতেই মালদার পুরাতন মালদার নগর মন্ডল কমিটির পক্ষ থেকে এই রদবদল। ঐক্যমতের ভিত্তিতেই আগের দুই সাধারণ সম্পাদক কে সরিয়ে আনা হয়েছে দীপক শর্মা ও স্নেহাংশু ভট্টাচার্যকে। তবে স্বপন শিকদারকে শুধুই সাধারণ সদস্য পদ দেওয়া হয়েছে। অন্যদিকে সাগরপ্রসাদ বড়ুয়াকে সহ-সভাপতি করা হয়েছে। সব মিলিয়ে বিদ্রোহীদের ছেঁটে দলীয় স্তরে রদবদল ঘটালেও পুরাতন মালদার বিজেপির নগর মন্ডল কমিটিতে যে ফের জটিলতা বাড়বে তা দলের নেতাদের কথা থেকেই পরিষ্কার। আপনার মতামত জানান -