এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “বিরোধীরাই কণ্ঠস্বর” স্পিকার হিসেবে নির্বাচিত হতেই ওম বিড়লার উদ্দেশ্যে রাহুল!

“বিরোধীরাই কণ্ঠস্বর” স্পিকার হিসেবে নির্বাচিত হতেই ওম বিড়লার উদ্দেশ্যে রাহুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ দেশ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে। যেখানে স্পিকার নির্বাচনে জয়লাভ করেছেন এনডিএর প্রার্থী। দ্বিতীয়বার স্পিকার হিসেবে দায়িত্ব নিচ্ছেন ওম বিড়লা। আর তিনি চেয়ারে বসতেই শাসক থেকে শুরু করে বিরোধী, সকলেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আর এই পরিস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে সেই স্পিকারের উদ্দেশ্যে বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

প্রসঙ্গত, এদিন স্পিকার পদে নির্বাচন শেষ হতেই ওম বিড়লাকে শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যেখানে তিনি বলেন, “আমরা আপনার কাজে সহযোগিতা করতে চাই। আমরা চাই সংসদের কাজকর্ম সঠিকভাবে পরিচালিত হোক। সেই সঙ্গে বিরোধীদেরও বলার সুযোগ দেওয়া হোক। কারণ বিরোধীরাই দেশের কণ্ঠস্বর।”

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, রাহুল গান্ধী এবার শাসকের বিরুদ্ধে চরমভাবে সোচ্চার হওয়ার জন্য তৈরি। তাই সেই কারণে স্পিকার নির্বাচন হওয়ার পরেই ওম বিড়লার উদ্দেশ্যে বিরোধীদেরকেও যাতে বলার সুযোগ দেওয়া হয়, সেই আবেদন করে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলার ইঙ্গিত দিয়ে রাখলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!