এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় বাম-মনোভাপন্ন দলগুলি মিশে যাচ্ছে বিজেপিতে, এবার হাত মেলাল ‘ফরওয়ার্ড ব্লক’

বাংলায় বাম-মনোভাপন্ন দলগুলি মিশে যাচ্ছে বিজেপিতে, এবার হাত মেলাল ‘ফরওয়ার্ড ব্লক’

রাজনৈতিক বিশেষজ্ঞরা দাবি করেন পশ্চিমবঙ্গে শাসকদল হিসাবে ক্ষমতা ধরে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৌশল বিরোধী ভোটকে ভাগ করে রাখা, ফলে বাংলায় বিজেপির গড়পড়তা প্রাপ্ত ভোট ৫-৬% থেকে বেড়ে বর্তমানে ২৫-৩০% পৌঁছলেও তা শাসকদলকে হারানোর জন্য যথেষ্ট নয়। আর বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপিও সেই তত্ব খুব ভালো করে বুঝেছে, আর তাই ছোট ছোট রাজনৈতিক দলগুলিকে নিজেদের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর এবার বঙ্গ বিজেপির সঙ্গে মিশে গেল ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক।

প্রসঙ্গত, অন্যতম বাম শরিক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দলটিকে আমরা সবাই নেতাজির তৈরি রাজনৈতিক দল হিসাবেই চিনি, কিন্তু ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক দলের প্রদেশ সচিব পার্থপ্রতিম দত্ত জানান, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক বলে কোনও রাজনৈতিক দলকে তৈরি করেননি নেতাজি, নেতাজি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। অনেক পরে অশোক ঘোষ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। নেতাজি যে ফরওয়ার্ড ব্লক শুরু করেছিলেন তার পতাকা ছিল তেরঙার মাঝে ‘লঙ্ফনরত বাঘ’, আর আজকের এই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ফ্ল্যাগ লাল – মাঝে ‘লঙ্ফনরত বাঘ’। কীভাবে এই দলটিকে বামপন্থী বানানো হয়েছিল ভেবে দেখুন! অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পার্থপ্রতিম বাবুর সুরেই সুর মিলিয়ে জানান, ফরওয়ার্ড ব্লক থেকে পার্থপ্রতিমবাবুরা অনেক আগেই বেরিয়ে এসেছিলেন, ওঁরা কমিউনিস্টদের তাঁবেদারি করবেন না বলেই বেরিয়ে এসেছিলেন। দিলীপবাবুর হাত থেকেই গত সোমবার বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে দলে যোগ দেন পার্থপ্রতিমবাবু সহ তাঁর দলের ২০ হাজারেরও বেশি দলীয় সদস্য। বিজেপি সূত্রের দাবি, ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক দলটির সারা রাজ্যজুড়েই সংগঠন ও সমর্থক আছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপির সংগঠনকে আরো মজবুত করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!