এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির কাছে এবার ‘ভোট জয়ের মন্ত্র’ শিখতে আসরে সিপিএমের শীর্ষনেতৃত্ত্ব

বিজেপির কাছে এবার ‘ভোট জয়ের মন্ত্র’ শিখতে আসরে সিপিএমের শীর্ষনেতৃত্ত্ব

শুধু রাজ্যেই নয় দেশেও বড় সংকটে রয়েছে সিপিআইএম। এ রাজ্যে আগেই ক্ষমতা হারিয়েছে সিপিআইএম তৃণমূল এর কাছে। আর ত্রিপুরাতে ও সদ্য বিজেপি সিপিআইএমকে হারিয়েছে। ত্রিপুরায় পরাজয়ের পর সমগ্র ভারতবর্ষে বাম শাসন একমাত্র অবশিষ্ট হয়েছে কেরলে।যদিও জসে দিকে নজর দিয়ে রাখতে শুরু করেছে বিজেপি।তবুও দলের এই অস্তিত্ব সংকটের মুহূর্তেও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দলকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন এবং ঘুরে দাঁড়ানোর অস্ত্র ও তৈরী করে ফেলেছেন। এবংশত্রুর কাছ থেকে রণকৌশল শিখে শত্রুকে হারাবার মন্ত্রও দিয়েছেন। এদিন সূর্যকান্তবাবু বলেন, ”বিজেপির ভোট কৌশল শিখতে হবে। কীভাবে ছোট দলগুলিকে এক জায়গায় নিয়ে এসে ভোট ভাগ রোখা যায়, সেখানেই লুকিয়ে রয়েছে নির্বাচনে জয়ের অঙ্ক। শত্রুর কাছ থেকে রণকৌশল শিখেই শত্রুকে হারাতে হবে। ত্রিপুরায় যে কৌশলে ভোট করেছে বিজেপি, আমাদেরও তা শিখতে হবে। সেই ভোট কৌশল শিখলেই বাজিমাত করা যাবে প্রতিপক্ষকে। ত্রিপুরায় সহযোগী দলগুলিকে এক জায়গায় করতে পেরেই সফল হয়েছে বিজেপি। যেটা অন্য কেউ পারেনি। বিজেপির ভোট তাই ভাগ হয়নি। সুফল পেয়েছে ওরা।”এখন দেখার তাঁর এই কৌশল আসলে কতটা কাজ দেয়। কেননা সামনেই পঞ্চায়েত ভোট আর সেই ভোট শুধু ঘুরে দাঁড়ানোর লড়াই-ই নয় সাথে অস্তিত্ব রক্ষার লড়াই ও বটে বামেদের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!