এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কমিশনের দ্বারস্থ শিশির, জেনে নিন কারণ

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কমিশনের দ্বারস্থ শিশির, জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি। আর বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার সাথে সাথেই বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। সোমবার কাকগেছিয়া এলাকায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। যাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ রণক্ষেত্রের আকার ধারণ করে। আর এই অবস্থাতে এবার তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন শিশির অধিকারী।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিজেপি প্রার্থীর সমর্থনে কাকগেছিয়া এলাকায় একটি সভা করতে আসেন শিশির অধিকারী। যেখানে তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। আর এরপরই টর্চের আলো দিয়ে সেই বিক্ষোভকারীদের শনাক্ত করার চেষ্টা করেন প্রবীণ এই রাজনীতিবিদ। পরবর্তীতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তার শক্ত ঘাঁটিতে যেভাবে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হল, তাতে যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেলেন শিশিরবাবু, তা বলার অপেক্ষা রাখে না। তাই এবার গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলকে পাল্টা চাপে রাখতে পদক্ষেপ নেওয়ার কথা শোনা গেল তার গলায়। এদিন এই প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, “আমার সভা বানচালের জন্য কিছু ব্যক্তিকে পাঠানো হয়েছে। আমি প্রত্যেকের ছবি তুলে নিয়েছি। কমিশনে এই বিষয়ে নালিশ জানাব।”

বলা বাহুল্য, এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করার পরও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদের। কিন্তু বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী দল পরিবর্তন করার পর নতুন দলের কর্মসূচিতে যোগ দেওয়ার সাথে সাথেই যেভাবে প্রাক্তন দলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে তাকে পড়তে হল, তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

স্বাভাবিকভাবেই এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের কাছে যাওয়ার কথা বলে শিশিরবাবু কিছুটা হলেও তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!