এখন পড়ছেন
হোম > জাতীয় > দলের বিক্ষোভকে সামাল দিতে বিজেপির রাজ্য নেতৃত্বকে জরুরি তলব দিল্লিতে

দলের বিক্ষোভকে সামাল দিতে বিজেপির রাজ্য নেতৃত্বকে জরুরি তলব দিল্লিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবার বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য বিজেপিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। হেস্টিংসের কার্যালয়েও দুদিন ধরে ব্যাপক বিক্ষোভ চলে। শেষ পর্যন্ত বিক্ষোভ সামাল দিতে রাজ্য বিজেপি নেতাদের দিল্লিতে জরুরি তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, বিক্ষোভ সামাল দেওয়া ও পরবর্তী দফার প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে এই বৈঠকে আলোচনার সম্ভাবনা আছে।

গত সোমবার কলকাতায় জরুরি বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর গতকাল রাতে বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লি রওনা দিয়েছেন বিজেপির একাধিক রাজ্য নেতা। যাদের মধ্যে আছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। প্রসঙ্গত, তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে যে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে, তা বিচলিত করেছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ পরিস্থিতি নিয়ে জবাবদিহি করতে হয়েছিল রাজ্যে বিশেষ দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা ও একাধিক রাজ্য নেতাকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, শিব প্রকাশ প্রমূখদের প্রশ্ন করা হয়েছিল যে, কিভাবে প্রার্থী বাছাই করা হয়েছে? স্থানীয় নেতৃত্বকে কতটা গুরুত্ব দেয়া হয়েছে? কেন বাড়ছে প্রার্থী তালিকা নিয়ে এতটা ক্ষোভ? সংগঠনের উপরে কতটা নিয়ন্ত্রণ আছে? ইত্যাদি নানা বিষয়ে।

সোমবারের বৈঠকের পর আজ আবার দিল্লিতে বৈঠক বসতে চলেছে বিজেপির রাজ্য ও শীর্ষ নেতৃত্বের। আর এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিক্ষভ মোকাবিলা ছাড়াও, যেসব স্থানে এখনো পর্যন্ত প্রার্থী বাছাই করা হয়নি, সেসব আসনে প্রার্থী বাছাইয়ের ব্যাপারেও আলোচনা হওয়ার কথা আছে আজকের বৈঠকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!