এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে

এবার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে

মালদার ইংরেজবাজার থানার জোতপৃথ্বী গ্রামে এক মহিলা ও তাঁর দুই ছেলেকে মারধর করার অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। আক্রান্ত মহিলার বক্তব্য, তাঁরা দীর্ঘদিন তৃণমূল করেন কিন্তু কয়েকদিন যাবৎ এলাকার সিপিআইএমের কর্মীরা তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিতে বলছিলো কিন্তু তাঁরা রাজি হননি তাই এই হামলা।আক্রান্ত মহিলা জানিয়েছেন গতরাতে এলাকার ৩ সিপিআইএম কর্মী পাণ্ডব বসাক,চন্দন বসাক ও সুকেশ মণ্ডল আক্রান্ত মহিলার বাড়ি এসে ফের তৃণমূল ছেড়ে সিপিআইএম -এ যোগ দেবার কথা বলে কিন্তু তিনি রাজি না হওয়ায় তাঁর শ্লীলতাহানি এবং পাশাপাশি মারধর ও করা হয়। মাকে বাঁচাতে ছেলেরা ছুটে আসেন। তাদেরকেও মারধর করা হয়। এরপর তাদের চিৎকারে অভিযুক্তর পালায়। মহিলা ও তাঁর দুই ছেলেকে আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।আক্রান্ত মহিলা জানিয়েছেন যে ঘটনায় যুক্ত তিনজনের নামেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে পুলিশ উপযুক্ত ব্যাবস্থা নেবে। অন্যদিকে স্থানীয় সিপিআইএমের বক্তব্য যে এই ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!