পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড়সড় সিদ্ধান্ত শাসকদলের বিশেষ খবর রাজ্য December 14, 2017 আসন্ন পঞ্চায়েত নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস বলে সূত্রের খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পুরনো প্রার্থীদেরই অগ্রাধিকার দিতে চান স্বয়ং দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়, আর তাই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ – কোথাওই পুরনো প্রার্থী বদলের কথা ভাবছে না শাসকদল তৃণমূল কংগ্রেস। একমাত্র কয়েকটি ‘বিশেষ’ ক্ষেত্র ছাড়া। তৃণমূল নেত্রী বিভিন্ন সভা ও দলীয় বৈঠকে দলকে পঞ্চায়েতে ১০০ শতাংশ আসন জিততে হবে বলে লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন বারবার, তার উপরে সদ্য দলত্যাগী মুকুল রায় বিজেপিতে গিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বা বিক্ষুব্ধ কর্মীদের বিজেপিতে টেনে নিয়ে যেতে চাইবেন। আর তাই আগামীকাল তপসিয়ার তৃণমূল ভবনে দলের সব স্তরের নেতাদের নিয়ে বর্ধিত কোর কমিটির বৈঠকে বসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। সেখানে আলোচ্য সম্ভাব্য বিষয় ও দলনেত্রীর বার্তা হতে পারে নিম্নলিখিত বিষয়গুলি বলে রাজনৈতিক মহলের ধারণা। ১. কোনো প্রার্থীর বিরুদ্ধে গুরুতর কোনও অভিযোগ থাকলে কি হবে? ২. সে ক্ষেত্রে বর্তমান পদাধিকারীর বদলে স্থানীয় ও দলের কোনো কর্মীকে প্রার্থী করা হবে কিনা? ৩. মহিলাদের জন্য কোনও আসন সংরক্ষিত হলে কি হবে? ৪. ‘বিক্ষুব্ধ’ হয়ে দলকে বিপাকে ফেলতে পারেন এমন পদাধিকারীদের কিভাবে সামলানো হবে? ৫. বিক্ষুব্ধরা অন্য দলে টিকিটের লোভে চলে যেতে পারেন, সেক্ষেত্রে কিভাবে শ্যামল দেওয়া হবে? ৬. পুরনো কর্মীরাদের গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়া আটকাতে কি হবে? আপনার মতামত জানান -