এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের রাশ ফিরে পেতে আসরে নামছেন খোদ মমতা! ক্ষোভ মিটিয়ে এক হতে চলেছেন তৃণমূল নেতারা?

উত্তরবঙ্গের রাশ ফিরে পেতে আসরে নামছেন খোদ মমতা! ক্ষোভ মিটিয়ে এক হতে চলেছেন তৃণমূল নেতারা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির কাছে সম্পূর্ণ পর্যুদস্ত হয়েছিল তৃণমূল। এরপর থেকেই উত্তরবঙ্গে দলের সংগঠনকে আরো মজবুত করেছে বিজেপি। আবার, উত্তরবঙ্গের একাধিক জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে চলে আসছে। এই পরিস্থিতিতে আগামী ১৬ ই ডিসেম্বর কোচবিহারে কর্মিসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূল শিবিরে ব্যাপক প্রস্তুতি শুরু হলো। গোষ্ঠী কোন্দলে দীর্ণ জেলা তৃণমূল শিবিরকে একত্রিত করতে মুখ্যমন্ত্রীর বিশেষ পদক্ষেপ। সেইসঙ্গে উত্তরবঙ্গে তৃণমূলের হারানো জমি ফিরে পেতে আগামী ১৬ ই ডিসেম্বর কোচবিহারে কর্মীসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পূর্বে তাঁর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের দাবি।

প্রসঙ্গত, কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে চলে আসছে। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। জেলার বিভিন্নস্থানে চলছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। বারবার ঘটছে ধস্তাধস্তি, সংঘর্ষ, আগুন লাগানো, বোমাবাজির মতো ঘটনা। পরিস্থিতি সামাল দিতে সমস্যায় পড়ছে তৃণমূল শিবির। আবার কিছুদিন আগে শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে কোচবিহার জেলা তৃনমূলের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মনকে জেলার বিধায়কদের নিয়ে নিয়মমাফিক বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু, তাঁর নির্দেশের পরও দলের বেশ কিছু বৈঠকে অনেক বিধায়ক উপস্থিত থাকেন নি। তবে, গতকাল জেলা তৃণমূলের বৈঠকে জেলার ৭ জন বিধায়ক, দলের কোর কমিটির দু’জন সদস্য উপস্থিত ছিলেন। পরেশ অধিকারী অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত থাকেন নি। আগামী ১৬ ই ডিসেম্বর কর্মীসভায় মুখ্যমন্ত্রী কি নির্দেশ বা বার্তা দেন সেদিকে কৌতহল সকলের। কোন মাঠে হবে মুখ্যমন্ত্রীর বৈঠক? তা নিয়ে চললো আলোচনা।

আপনার মতামত জানান -

এরমধ্যে গোসানিমারির মাঠে বিজেপির সভাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে গন্ডগোল বাঁধে। এই মাঠেই পাল্টা ধিক্কার সভার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। গতকালের বৈঠকে দলের এক সাময়িক ভাবে বহিস্কার হওয়া কর্মীকে দলে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হলো। আবার বেশ কিছুদিন ধরে জেলার বেশকিছু তৃণমূল বিধায়কদের একসঙ্গে বৈঠক করতে দেখা যায়নি। কিন্তু গতকাল জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকে জেলার পার্টি অফিসে জেলার অধিকাংশ বিধায়ক যোগদান করেছিলেন।

বৈঠকে জেলা তৃণমূল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন জানালেন যে, জেলায় কর্মীসভা করতে মুখ্যমন্ত্রী ষোলই ডিসেম্বরে আসছেন। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই নির্দেশ এসেছে। তাই তার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর সভার স্থান এখনো চূড়ান্ত করা হয়নি। দুটি জায়গা চিহ্নিত করেছেন তাঁরা। এদের মধ্যে একটি হলো কোচবিহার রাসমেলার ময়দান। যাকে প্রথম পছন্দের জায়গায় রাখা হয়েছে। দ্বিতীয় স্থানটি হলো চকচকা শিল্প কেন্দ্রর মাঠ। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবুজ সঙ্কেত মেলার পর মাঠ বাছাই করা হবে।

চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন আরও জানালেন যে, সিতাইয়ে এক তৃণমূল কর্মীকে সম্প্রতি দল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল। তাকে আবার দলে ফিরিয়ে আনা হচ্ছে। সিতাইতে বিজেপি তৃণমূলের পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। কোর কমিটিতে আলোচনা করে স্থির করা হয়েছে যে, বিজেপি গোসানিমারির যে স্থানে সভা করেছিল, সেখানেই ৯ ই ডিসেম্বর ধিক্কার সভার আয়োজন করবে তৃণমূল। আবার, ৮ ই ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে জেলার সমস্ত ব্লকে তৃণমূল ধিক্কার সভা করতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!