তৃণমূল প্রার্থী সম্পর্কে কুরুচিকর মন্তব্য – বিজেপি নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা কমিশনের জাতীয় নদীয়া-২৪ পরগনা রাজ্য April 27, 2019 কিছুদিন আগেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেতা মহাদেব সরকার। আর এবার সেই কুরুচিকর মন্তব্যের জন্য মহাদেববাবুর ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, গত 22 এপ্রিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যান চৌবের সমর্থনে সেখানে সভা করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর এই সভা থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে “সুন্দরী রমনী” বলে কটাক্ষ করেন। বিজেপি নেতা মহাদেব সরকার বলেন, “রাজ্যের শাসক দল সৌন্দর্যকে ভর করেই ভোট বৈতরণী পারের চেষ্টা করছেন।” আর নদীয়ার বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতির মুখ থেকে এহেন মন্তব্য শুনেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে সব মহলে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - মহাদেববাবুর এহেন মন্তব্যের বিরুদ্ধে সম্প্রতি কৃষ্ণনগর থানা এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আর মহুয়াদেবীর এই আবেদনের ভিত্তিতে গত মঙ্গলবারই এই বিজেপি নেতাকে শোকজ করে নির্বাচন কমিশন। কিন্তু শুধু শোকজ করাই নয়, অবিলম্বে কড়া শাস্তি দিতে হবে এই অভিযুক্ত বিজেপি নেতাকে- এই দাবি তুলে বুধবার সুপ্রিম কোর্টে একটি মামলা করেন মহুয়া মৈত্র। আর এবার কৃষ্ণনগরের তৃনমূল প্রার্থী মহুয়া মৈত্রর আবেদনে সাড়া দিয়ে সেই অভিযুক্ত বিজেপি নেতার ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, শুক্রবার বিকেল চারটা থেকে রবিবার বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ 48 ঘন্টা বিজেপির মহাদেব সরকার কোনোরকম প্রচার, মিটিং, মিছিলে অংশ নিতে পারবেন না। এমনকি সোশ্যাল মিডিয়াতেও কোনরকম প্রচার করতে পারবেন না বিজেপির এই নেতা। এদিকে এই গোটা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। সব মিলিয়ে এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর আবেদনে সাড়া দিয়ে বিজেপির মহাদেব সরকারকে 48 ঘণ্টার জন্য প্রচার প্রক্রিয়া থেকে ব্রাত্য রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত এবং নির্বাচন কমিশন। আপনার মতামত জানান -