এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নোয়াপাড়া উপনির্বাচনের আগে বামশিবিরে বড়সড় ভাঙন ধরালেন অর্জুন সিং

নোয়াপাড়া উপনির্বাচনের আগে বামশিবিরে বড়সড় ভাঙন ধরালেন অর্জুন সিং


তিনি যে ‘কাজের’ তা ভালোভাবেই অনুধাবন করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই মুকুল রায় দলবদল করে বিজেপিতে যেতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্ত্ব বকলমে তুলে দিয়েছেন দীর্ঘদিনের বিশ্বস্ত তৃণমূল কংগ্রেস নেতা তথা ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের হাতে। এমনকি নোয়াপাড়া উপনির্বাচনের দায়িত্ত্বও তাঁর কাঁধে। আর ‘দিদি’ যে ভুল লোককে এত বড় দায়িত্ত্ব দেননি, নোয়াপাড়া উপনির্বাচনের আগে প্রমান করে দিলেন রাজ্যের শাসকদলের দাপুটে নেতা অর্জুন সিং। স্থানীয় সূত্রের খবর, ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরির অসংগঠিত বাম শ্রমিক সংগঠন সিটুর ২০৬ জন অর্জুন সিংয়ের উপস্থিতিতে ইছাপুর লাইনবাজারে এক দলীয় জনসভায় তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। ফলে নোয়াপাড়া উপনির্বাচনে জয়ের ব্যাপারে শাসকদলের প্রার্থী সুনীল সিং যে আরও ‘এডভ্যান্টেজ’ পেয়ে গেলেন সে কথা বলায় বাহুল্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে নতুনদের দলে স্বাগত জানিয়ে নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী সুনীল সিং জানান, আমাদের সরকার মানুষের জন্য গত ৭ বছরে যে কাজ করেছে, বামফ্রন্টের আমলে গত ৩৪ বছরে সেই কাজ হয়নি। আমরা আমাদের উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইছি। এই নোয়াপাড়া কেন্দ্রের গারুলিয়া পুরসভা এলাকায়, উত্তর বারাকপুর পুরসভা বা শিউলি ও মোহনপুর এলাকায় যে উন্নয়ন হয়েছে তার ভিত্তিতে মানুষ আমাদের জয়ী করবে। সুনীলবাবুর সুরেই সুর মিলিয়ে অর্জুনবাবু জানান, বাংলার উন্নয়নের শরিক হতেই দুশো জন শ্রমিক আজকে আমাদের দলে নাম লেখালেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!