দিলীপ-জয়ের হাত ধরে উত্তরবঙ্গে বামফ্রন্ট-কংগ্রেসে বড় ভাঙন ধরালো বিজেপি বিশেষ খবর রাজ্য December 30, 2017 উত্তরবঙ্গ জুড়ে বিজেপি বর্তমানে জন-জাগরণ যাত্রা করছে। আর এক এক জায়গার দায়িত্ত্ব নিয়েছেন এক এক শীর্ষনেতা। গতকাল রায়গঞ্জে এই জন-জাগরণ যাত্রা অনুষ্ঠিত হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আসার কথা থাকলেও ‘বিশেষ’ কাজে আটকে যাওয়ায় শেষপর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারেননি বলে বিজেপি সূত্রে দাবি। রায়গঞ্জের এই সভা থেকে বামফ্রন্ট ও কংগ্রেস ভেঙে বড় সংখ্যায় নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে বিজেপির দাবি। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, গতকালের সভায় আরএসপির প্রাক্তন উত্তর দিনাজপুর জেলা সম্পাদক জ্যোতিষ সরকার, জেলার বিভিন্ন পঞ্চায়েতের কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও আরএসপির প্রাক্তন ও বর্তমান একাধিক সদস্য বিজেপিতে যোগ দেন। প্রসঙ্গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগতপ্রকাশ নাড্ডা রায়গঞ্জে এসে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিলেন। সেই অস্বস্তি ঢাকতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কী বলেছেন, তা আমার জানা নেই। তবে কল্যাণীর পাশে কলকাতায় বহু বড় হাসপাতাল রয়েছে। উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের বাসিন্দাদের উন্নত চিকিত্সার স্বার্থে কল্যাণীর থেকে উত্তরবঙ্গে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে দল মনে করে। বিজেপি চায় রায়গঞ্জ বা উত্তরবঙ্গের কোথাও প্রয়োজনীয় জমি থাকলে রাজ্য সরকার কেন্দ্রকে হস্তান্তর করুক। কেন্দ্র সেখানেই গড়ে তুলুক ওই হাসপাতাল। শিলিগুড়ির কাওয়াখালিতেও সরকারি জমি পড়ে রয়েছে। সেখানেও এইমসের ধাঁচে হাসপাতাল গড়ে উঠতে পারে। আপনার মতামত জানান -