এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতার বৈঠকের পরেই সিদ্ধান্ত, কংগ্রেস থেকে তৃণমূলে এসে বড়সড় পদ পেলেন হেভিওয়েট বিধায়ক

মমতার বৈঠকের পরেই সিদ্ধান্ত, কংগ্রেস থেকে তৃণমূলে এসে বড়সড় পদ পেলেন হেভিওয়েট বিধায়ক


প্রায় অনেকদিন হয়ে গেল তিনি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। শুধুমাত্র এতদিন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন গৌতম দাস। তবে দলের তরফে তেমনভাবে কোনো দায়িত্ব পাননি। কিছুদিন আগে তাকে কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়। তবে সেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস এবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কার্যকরী সভাপতির দায়িত্ব পেলেন।

সূত্রের খবর, শুক্রবার অন্যান্য জেলার মত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্স একটি বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেখানেই গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে কার্যকরী সভাপতি পদে নিয়ে আসার নির্দেশ দেন তৃণমূল নেত্রী। যার ফলে এখন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের তিন কার্যকরী সভাপতি হয়ে গেল।

বস্তুত, অর্পিতা ঘোষ দায়িত্ব নেওয়ার পর বালুরঘাটের দেবাশিস মজুমদার এবং হরিরামপুরের শুভাশিস পালকে জেলা কার্যকরী সভাপতি দায়িত্ব দিয়েছিলেন। আর এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে জেলা কার্যকরী সভাপতি দায়িত্ব দেওয়ায় গৌতমবাবুর গুরুত্ব দলে অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ বলেন, “আমাকে নেত্রী নির্দেশ দিয়েছেন, বিধায়ক গৌতম দাসকে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পদে এনে দলের কাজ করার জন্য।” এদিকে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর গৌতম দাস বলেন, “জেলা নিয়ে আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে দলনেত্রীর বৈঠক ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানে আমিও ছিলাম। জেলা সভানেত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন, আমাকে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে রাখার জন্য। জেলা কমিটিতে আমি আগে থেকেই ছিলাম। তবে এখন দায়িত্ব আরও বেড়ে গেল। নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করব।”

তৃণমূলে আগে থেকেই অন্য দল থেকে আসা নেতা নেত্রীদের পদ দেওয়ার রীতি আছে আর এদিন সেই ট্রাডিশন বজায় রাখলো তৃণমূল বলেই মনে করছেন রাজনৈতিকমহল।সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা সংগঠনকে চাঙ্গা করার জন্য গঙ্গারামপুরে তৃণমূল বিধায়ককে জেলার কার্যকরী সভাপতি পদে দায়িত্ব দেওয়া হলে, এবার সেই গৌতমবাবু কতটা সংগঠনকে চাঙ্গা করতে সক্ষম হন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!