রজনী আমাদের সঙ্গেই আছেন, দাবি বিজেপির জাতীয় January 2, 2018 দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে আসছেন এই ঘোষণা করার পর থেকেই রাজনীতিতে ঝড় উঠছে। এর মধ্যেই বিতর্ক বাড়িয়ে বিজেপি দাবি করেছে বরাবরই তারা রজনীকান্তের পাশে থেকেছে। এখনও থাকতে চায়। আর রজনীও তাঁদের পাশেই আছেন।কর্নাটকের প্রবীণ বিধায়ক ও তামিলনাড়ু বিজেপির যুগ্ম আহ্বায়ক সি টি রবি সোমবার বলেছেন, ”বিজেপি সব সময় রজনীর পাশে থাকতে চায়। আমরা বরাবরই সমর্থন করে এসেছি রজনীর লড়াইকে। তাই রজনীর ক্ষেত্রে আমাদের কোনও রাজনৈতিক অস্পৃশ্যতা তো নেই-ই। ওঁর মতো যাঁরা আমাদের সঙ্গে সহমত, তাঁদের সব সময়েই আমরা স্বাগত জানাই।”পাশাপাশি বিজেপির তামিলনাড়ু রাজ্য সভাপতি জানিয়েছেন যে, ”২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করবেনই করবেন রজনী।”বাদ যাননি বিজেপির তামিলনাড়ু রাজ্য সভাপতি তামিল ইসাই সুন্দররাজন।তিনি বলেন, ”রজনী যে রাজনীতিতে অধ্যাত্মবাদকে গুরুত্ব দেন, তার সঙ্গে বিজেপির মতাদর্শও মিলে যায়। তামিলনাড়ুর রাজনীতিটাকে আমরা বদলে ফেলতে চাই। সেই রাজনীতিতে ধর্মের গুরুত্ব বাড়াতে চাই। রজনী এ ব্যাপারে আমাদের সাহায্য করবেন।” যদিও এখনো অবধি রজনীকান্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করেন নি তবে তাঁর ভাই সত্যনারায়ণ রাও গায়কোয়াড় জানিয়েছেন যে ”ভোটের আগে তো এখন কয়েক মাস সময় রয়েছে। তাই ভাবার সময়ও আছে আমাদের হাতে।”রাজনৈতিক মহলের মতে রজনীকান্তকে মানুষ ভালোবাসেন আর অন্যদিকে রজনীকান্তও মানুষ টানার ‘ম্যাগনেটিজম’ কর্নাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে নামলে ভালো ফল করবে বিজেপি আর সেই আসতেই বিজেপি রাজনীকে কাছে টানছে। আপনার মতামত জানান -