এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে চাপে ফেলে মমতার সভায় তারকা সমাবেশ, একঝাঁক তারকার তৃণমূলে যোগদান!

বিজেপিকে চাপে ফেলে মমতার সভায় তারকা সমাবেশ, একঝাঁক তারকার তৃণমূলে যোগদান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে টলিপাড়ার একাধিক বিশিষ্ট মুখকে বিজেপি নিজেদের দিকে টানতে শুরু করেছে। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে যশ দাশগুপ্তের মত অভিনেতারা নাম লিখিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আগামী দিনে টলিপাড়ার একগুচ্ছ হেভিওয়েট মুখ বিজেপিতে নাম লেখাতে পারেন বলে জল্পনা চলছে। আর এই পরিস্থিতিতে এবার গেরুয়া শিবিরের চিন্তা বাড়িয়ে একাধিক তারকা মুখকে নিজেদের দিকে টেনে নিল তৃনমূল কংগ্রেস।

সূত্রের খবর, আজ হুগলির সাহাগঞ্জের সভা থেকে তৃণমূলে যোগ দিতে দেখা যায় একাধিক তারকাকে। যাদের হাতে দলের পতাকা তুলে দেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তারকাদের এই মহাসমাবেশ এবং যোগদান যে তৃণমূল কংগ্রেসকে 2021 সালের আগে যথেষ্ট মাইলেজ পাইয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, আজ হুগলির সাহাগঞ্জে তৃণমূল কংগ্রেসের এই জনসভায় ঘাসফুল শিবিরে নাম লেখান বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তী, বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষ, মানালি দে, জুন মালিয়া এবং অন্যতম অভিনেতা কাঞ্চন মল্লিক। একাংশ বলছেন, তৃনমূল কংগ্রেস বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের শুরু করে চিত্র পরিচালকদের নিজেদের দিকে নিয়ে এসে কার্যত নির্বাচনের আগে আসর জমিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এক্ষেত্রে বিজেপিকে যেমন চ্যালেঞ্জ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই টলিপাড়া যে তাদের দখলেই রয়েছে, তা আরও একবার প্রমাণ করার চেষ্টা করল ঘাসফুল শিবির বলে দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, তৃণমূল নেত্রী অনুধাবন করতে শুরু করেছেন, 2021 সালের আগে যদি এইভাবে ঘর ভাঙতে শুরু করে, তাহলে তা বিজেপির কাছে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতারা এখন বিজেপিতে, ঠিক তেমনই সমাজের বিশিষ্টজনেরা পদ্ম শিবিরের পতাকা নিজেদের হাতে নিতে শুরু করেছেন। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে হিরণ চট্টোপাধ্যায়ের মত তৃণমূলের ঘনিষ্ঠ অভিনেতা এখন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছিল ঘাসফুল শিবিরের। কিন্তু এবার সেই অস্বস্তিকে কাটিয়ে উঠে বড় মাত্রায় যোগদান পর্বের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলেই দাবি পর্যবেক্ষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!