এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে রুখতে সিপিএমের শীর্ষনেতৃত্ত্ব তৃণমূলের সঙ্গে জোট চায়

বিজেপিকে রুখতে সিপিএমের শীর্ষনেতৃত্ত্ব তৃণমূলের সঙ্গে জোট চায়

না হেডলাইনের মধ্যে কোনো ভুল নেই। একদম ঠিক পড়ছেন – এবার বিজেপিকে রুখতে সিপিএমের শীর্ষনেতৃত্ত্ব তৃণমূলের সঙ্গে জোট চায়। যে তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গে সাপে-নেউলে সম্পর্ক, এবার তাদের হাত ধরতে চাওয়ায় চোখ কপালে উঠেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। না, বামফ্রন্টের শীর্ষনেতৃত্ত্বের মুখে সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম আসে নি, কিন্তু যে লাইন বামফ্রন্টে কারাট লবি নিতে চলেছে তাতে বকলমে তৃণমূলের সঙ্গে জোট করাতেই সিলমোহর পড়তে চলেছে।
বামফ্রন্টে এখন প্রকাশ কারাট ও সীতারাম ইয়েচুরি – এই দুটি প্রধান গোষ্ঠী। দুই গোষ্ঠীই সহমত হয়েছে বামফ্রন্টের তথা ‘দেশের’ প্রধান শত্রু এখন বিজেপি। আর তাই বিজেপিকে রোখায় এখন একমাত্র লক্ষ্য। কিন্তু ইয়েচুরি গোষ্ঠী চায় কংগ্রেসের সঙ্গে জোট, উল্টো দিকে নিজে ক্ষমতায় না থাকলেও প্রকাশ কারাট নিজের লবির জোরে বামফ্রন্টে এখনো শক্তিধর গোষ্ঠী। তিনি নিজে চান, ‘বুর্জোয়া’ কংগ্রেসের হাত ধরা যাবে না কোনওমতেই, বরং বিজেপিকে রুখতে রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করুক সিপিএম। অর্থাৎ বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে জোট না করে প্রকারন্তরে তৃণমূলের দিকে সখ্যতার হাত বাড়াতে হবে। কিন্তু তাঁর এই প্রস্তাব চরম সুবিধাবাদী ও অবাস্তব বলেই ব্যাখ্যা রাজনৈতিক মহলের। শুধু তাই নয়, তাঁর এই প্রস্তাব পশ্চিমবঙ্গে প্রয়োগ করতে গেলে রাজ্যে সিপিএম দলটাই উঠে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার শক্তিবলে প্রকাশ কারাট কি শেষ পর্যন্ত দলকে তৃণমূলের হাত ধরান নাকি ‘বুর্জোয়া’ কংগ্রেসের পাশে থাকতেই দলকে শেষ পর্যন্ত বাধ্য করাতে পারেন সীতারাম ইয়েচুরি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!