এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > অমিত শাহ মালা পড়িয়েছেন বিরসা মুন্ডার প্রতিকৃতিতে, শুদ্ধ করে বিক্ষোভ জারি তৃণমূলের

অমিত শাহ মালা পড়িয়েছেন বিরসা মুন্ডার প্রতিকৃতিতে, শুদ্ধ করে বিক্ষোভ জারি তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনটি রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নির্বাচনী লড়াইয়ে পর্যবসিত হয়েছে। একদিকে বাংলার শাসন ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে তৃণমূল, অন্যদিকে বাংলাকে গেরুয়া চাদরে মুড়ে দিতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। দুই দলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দিতা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ঘৃণা। সেই ঘৃণার প্রতিরূপ দেখা গেল আজ
সকালে।

সম্প্রতি বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বাঁকুড়া জেলায় ছিল তাঁর সফর। সেখানে ছিল তাঁর একাধিক কর্মসূচি। গতকালের এক কর্মসূচিতে পুয়াবাগান এলাকার পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কের চৌমাথায় অবস্থিত বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে, তাঁকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রীর এই মাল্যদানের ঘটনাকে কেন্দ্র করে মূর্তির পাদদেশে জড়ো হলো তৃণমূল নেতৃত্ব। ব্যাপক বিক্ষোভ দেখানো হলো। তারপর জল ঢেলে দিয়ে মূর্তি পরিষ্কার করলেন তৃণমূল কংগ্রেসের এক নেতা। এই ঘটনায় শোরগোল পরে গেল এলাকাজুড়ে। বিজেপির বিরুদ্ধে বিষেদাগার করলেন একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দুদিনের জন্য বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বাঁকুড়া জেলায় ছিল তাঁর সফর। বাঁকুড়া জেলায় তিনি একাধিক কর্মসূচি পালন করেছিলেন। জনৈক আদিবাসী ব্যক্তির বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আদিবাসীদের মধ্যাহ্নভোজনের মধ্য দিয়ে তিনি তিনি দলের জনসংযোগের বিশেষ বার্তা দিয়ে ছিলেন। বিরোধীরা অভিযোগ করে থাকে যে, বিজেপি জাতপাতের রাজনীতি করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার মধ্যাহ্নভোজন করবেন এক মতুয়া বাড়িতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগকে সমালোচনা করে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল পুয়াবাগান এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজনকে ব্যাপক সমালোচনা করল তৃণমূল। আজকের এই বিক্ষোভ কালে বাঁকুড়া জেলা পরিষদের মেন্টার অরূপ চক্রবর্তী জানালেন যে, বিজেপি মনে করেছিল দিল্লি থেকে নেতা আমদানি করে এনে, শহরের রাজপথে পতাকা, ব্যানার, পোস্টার টাঙিয়ে দিয়ে শহরের দখল নেবে তারা। কিন্তু তা সম্ভব নয়। তাঁর দাবি, বিজেপি এটা জানে না যে, এখানে তৃণমূল আছে এবং তারাই থাকবে। অন্যদিকে আজকের এই বিক্ষোভের সময়ে পাবনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা বিরসা মুন্ডার মূর্তিতে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু অভিযোগ করলেন যে, সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের উন্নয়নের জন্য কোন অর্থ বরাদ্দ করে না। সমস্ত অনুদান কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তিনি আরো অভিযোগ করেছেন যে, করোনার পূর্বে ১০০ দিনের কাজেও তেমন কোনো অর্থই পাঠানো হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। জঙ্গলমহলে নির্বাচনের পূর্বে রাজনীতি করতে দিল্লি থেকে বিজেপি নেতা ধরে এনেছে। তাঁর অভিযোগ, আদিবাসীদের ঘরে গিয়ে কলাপাতায় ১৬০০ টাকা কেজির পোস্ত বড়া ও আলু পোস্ত দিয়ে মধ্যাহ্নভোজন করেছেন বিজেপি নেতা। এভাবেই বিরসা মুন্ডার মূর্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাল্যদান ও এর পরদিন মূর্তি ধোয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!