এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দুষ্কৃতী, টাকা আর সাম্প্রদায়িক বাতাবরণের ত্রিশূল দিয়ে বিজেপি জিততে চাইছে: তৃণমূল

দুষ্কৃতী, টাকা আর সাম্প্রদায়িক বাতাবরণের ত্রিশূল দিয়ে বিজেপি জিততে চাইছে: তৃণমূল


দীর্ঘদিন ধরেই নদীয়ার আকাশে বাতাসে জল্পনা ভেসে উঠেছিল যে, বিজেপির এক  নেতা এই নদীয়ায় ঢুকেছেন টাকার থলি নিয়ে। কিন্তু কেন? তাহলে কি সেই অর্থ দিয়ে এবার ঘোড়াকেনা বেচা করতে ব্যাস্ত বিজেপিও? অভিযোগ সম্প্রতি একটি টেলিফোন সংলাপ ভাইরাল হয়ে যায় আর যা ঘিরেই এই বিষয়টি আরও প্রকাশ্যে আসতে শুরু করে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর পঞ্চায়েত নির্বাচনে এই নদিয়া জেলায় দু থেকে তিনটি  পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি দখল করলেও এবারে উত্তর নদিয়ায় বেশ কয়েকটি পঞ্চায়েত দখলে সচেষ্ট হয়েছে গেরুয়া শিবির। যার জেরে প্রবল চাপে রয়েছে ঘাসফুল শিবিরও। তবে এই অন্য দলের সদস্যদের নিজেদের দলে টানতে যে বিজেপি এখন অনেক কৌশলই নেবে সে ব্যাপারে নিশ্চিত শাসকদল তৃনমূল কংগ্রেস।

ঘাসফুল শিবিরের অনেক নেতাদেরই ধারনা যে, এই নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহাদেব সরকারের এলাকা কৃষ্ণনগর ২ ব্লকের সাধনপাড়া ১ ও ২ পঞ্চায়েতের পাশাপাশি বেলপুকুর পঞ্চায়েতও দীর্ঘদিন ধরে বিজেপির দখলে রয়েছে।  ফলে এবার বাকি জায়গাগুলোতেও নিজেদের দখল রাখতে অনেক এলাকাতেই এই ঘোড়া কেনাবেচা করতে পারে গেরুয়া শিবির।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এই প্রসঙ্গে জেলা বিজেপির সেই মহাদেব সরকার বলেন, “এখন আমাদের যা শক্তি তাতে টাকা দিয়ে সদস্য কেনার প্রয়োজন হয় না। আমাদের দল সেই পথে বিশ্বাসও করে না।” তবে বিজেপির এই যুক্তিকে খন্ডন করে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে নদীয়া জেলার তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “দুষ্কৃতী, টাকা আর সাম্প্রদায়িক বাতাবরণের ত্রিশূল দিয়ে ওরা জিততে চাইছে। সেটাই তো ফের প্রমাণ হয়ে গেল!” সব মিলিয়ে এখন জয়ী সদস্যদের দলে টানতে টাকা ছড়ানোর অভিযোগ ওঠায় চরম বিপাকে পদ্ম শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!