এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি নেতারই হাত কেটে নেওয়ার হুমকি দিলেন মুকুল রায়ের হাত ধরে আসা প্রাক্তন তৃণমূল নেতা

বিজেপি নেতারই হাত কেটে নেওয়ার হুমকি দিলেন মুকুল রায়ের হাত ধরে আসা প্রাক্তন তৃণমূল নেতা


চিরদিনই বিতর্কিত তিনি। বিতর্কের জন্য দল পাল্টেছেন কিন্তু বিতর্ক তবু তার পিছু ছাড়লো না। তৃণমূল ছেড়ে মুকুল রায় হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন আনিসুর রহমান। তারপরই গ্রেপ্তার হন আনিসুর। আর তারপর জামিনে মুক্তি পেয়ে বিজেপি নেতার হাত কেটে নেওয়ার হুমকি দিলেন তিনি।

সম্প্রতি এক অডিও কিপিং এ শোনা যায়। ফোনে কাউকে হুমকি দিয়ে বলছেন,”কে তোকে এত বড় ক্ষমতা দিয়েছে।তোর জেলাসভাপতিকে বলে দিবি অমিত শাহ, মুকুল রায়, দিলীপ ঘোষের সাথে আমার কথা হয়। ও সভাপতির যদি এতই দরকার ছিল আমাকে ফোন করতে পারেনি? বেশি বাড়াবাড়ি করিস না। দরকার হলে তুলে এনে চামড়া ছাড়িয়ে দেব। এখনো সময় আছে সাবধান হয়ে যা। এক সঙ্গে হাত মিলিয়ে কাজ কর। ঘাটাল আমার লোকসভা কেন্দ্র, হাত দিলে হাত কেটে দেব।”

যদিও আনিসুর রহমান এই সমস্ত হুমকি অস্বীকার করে বলেন, আমি এখন দিল্লিতে আছি আর কাউকে কোন রকম হুমকি দেইনি। আনিসুর এর বিরুদ্ধে পাঁশকুড়ার পুরুষোত্তমপুর মন্ডল এর সভাপতি অঞ্জন মাইতিকে হুমকি দেওয়ার অভিযোগ।এমনকি জেলা সভাপতি প্রদীপ দাস কে উদ্দেশ্য করেও তিনি হুমকি দেন বলে অভিযোগ।

ফোনের এই হুমকির কথোপকথনেই আনিসুর রহমান এমনও বলেছেন,”বিজেপি করছিস না চাটুকারিতা করছিস। কার সাথে কি করছিস, আমি সব জানি। বেশি বাড়াবাড়ি করলে বিজেপি করা ছাড়িয়ে দেবো। খুব বড় নেতা হয়ে গেছিস তাই না?”এমনকি তিনি ওই মন্ডল সভাপতি কে অপদার্থ বলেও কটাক্ষ করেন। পাশাপাশি জেলা সভাপতির বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন আনিসুরবাবু।

 

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত উল্লেখ্য, পাঁশকুড়ার পুরুষোত্তমপুর বত্তলা বাসস্ট্যান্ডের কাছে একটি ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে বিজেপির অন্তর্দ্বন্দ্ব।আনিসুর রহমানের অনুগামী শংকর ভুঁইয়া আর লাগানো ফ্লেক্সে কেন্দ্রীয় ও রাজ্য সভাপতির ছবি থাকলেও জেলা সভাপতি ছবি ছিল না।আর তাই পুরুষোত্তমপুর মন্ডল সভাপতি অঞ্জন মাইতি ওই ফ্লেক্সটি খুলে নেওয়ার নির্দেশ দেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে আনিসুর রহমান এমন হুমকি দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!