এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির রামনবমী ‘অস্ত্র মিছিল’ আটকাতে প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজেপির রামনবমী ‘অস্ত্র মিছিল’ আটকাতে প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর


মঙ্গলবার হুগলির গুড়াপে আয়োজিত হলো জেলার প্রশাসনিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা । আগামী রবিবার রামনবমী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বললেন যে , “অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। পুলিশকে নজর রাখতে হবে। মহাবীর জয়ন্তীর দিন অবশ্য বিকেল ৫টার পর মিছিল করা যাবে।” প্রশাসন সূত্রে জানা গেছে মারণাস্ত্র নিয়ে মিছিলের তো প্রশ্নই নেই। ৯ ইঞ্চির বেশি লম্বা ধারাল কোনও অস্ত্র সঙ্গে রাখা বা প্রকাশ্যে সেই অস্ত্র প্রদর্শন করাও বেআইনি। এ বিষয়ে নির্দিষ্ট কিছু নির্দেশিকাও আছে। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর সেই নির্দেশিকা লঙ্ঘন করেই রাম নবমীতে সশস্ত্র মিছিল করার অভিযোগ উঠেছিল বিজেপি বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের করেছিল রাজ্য পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!