এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির মতো সংক্রমণ বৃদ্ধির জন্যে সরকারকেই কাঠগড়ায় তুললেন বামপন্থী নেতা,প্রবল অস্বস্তিতে তৃণমূল

বিজেপির মতো সংক্রমণ বৃদ্ধির জন্যে সরকারকেই কাঠগড়ায় তুললেন বামপন্থী নেতা,প্রবল অস্বস্তিতে তৃণমূল


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে প্রবলভাবে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন, অন্যদিকে করোনায় মৃত্যু ঘটেছে মোট ৮ জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, দু এক সপ্তাহের মধ্যে আরও পাঁচ গুণ বাড়তে পারে দৈনিক সংক্রমণ। রাজ্যে সংক্রমনের মাত্রা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা। এবার বিজেপির সুরে সুর মিলিয়ে রাজ্যে সংক্রমন বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন বামপন্থী নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যে করোনা সংক্রমনের মাত্রাবৃদ্ধির জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। তিনি লিখেছেন, প্রচারমাধ্যমের একাংশ আপ্রাণ চেষ্টা করছে সাধারণ মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে অপরাধমুক্ত করতে। তিনি লিখেছেন, প্রশ্ন করতে মুখ্যমন্ত্রী কেন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণে উৎসাহ দিয়েছিলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো লিখেছেন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হোক, কেন রাজ্য প্রশাসন বড়দিন ও বর্ষশেষের উৎসবে নিষেধাজ্ঞা জারি করেনি? প্রশ্ন করতে, কেন গঙ্গাসাগর মেলার প্রচারে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে? তিনি অভিযোগ করেছেন আসল অপরাধীদের আড়াল করে অজ্ঞ সাধারণ মানুষের ওপর দায় চাপিয়ে দেওয়া এক নৈতিক ও সামাজিক অপরাধ। সেই অপরাধে রাজ্যের শাসক দল তৃণমূল ও তোষামোদকারী প্রচারমাধ্যম সমান ভাবে দোষী। এই সমস্ত সামাজিক অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বার্তা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই ফেসবুক পোস্ট একেবারে ঝড় তুলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। অন্যদিকে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে জানিয়েছেন, নবান্নের কারণেই রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বড়দিন, ইংরেজি নববর্ষের উৎসব পালিত হয়েছিল, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উৎসব পালিত হয়েছিল। বিপর্যস্ত জনস্বাস্থ্ ব্যবস্থায় সবসময়ই এগিয়ে থাকে বাংলা। বিধিনিষেধের ফলে শেষ পর্যন্ত কষ্ট ভোগ করতে হবে সাধারণ মানুষকে।

অন্যদিকে, গতকাল রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য্য জানিয়েছিলেন, সরকারের জনসমাগমের ব্যবস্থা রাজ্যে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ ডেকে এনেছে। এছাড়াও তিনি প্রশ্ন করেছিলেন, সন্ধ্যের সাতটার মধ্যে যদি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়া হয়, তাহলে যারা কাজ করেন, তারা কিভাবে বাড়ি ফিরবেন?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!