এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বিজেপির প্রচার করছেন প্রশাসনিক কর্তা,‌ জোর চাঞ্চল্য!

বিজেপির প্রচার করছেন প্রশাসনিক কর্তা,‌ জোর চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। তবে তৃনমূলকে সরিয়ে এবার ক্ষমতায় আসতে রীতিমত তৎপর ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চাঞ্চল্য তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতে। বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বদল করতে শুরু করেছে নির্বাচন কমিশন। যাকে নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে উঠল ভয়াবহ অভিযোগ। যেখানে বুথ স্লিপের সঙ্গে তিনি মানুষজনের হাতে বিজেপির সংকল্পপত্র ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই নির্বাচনের মরসুমে এই ধরনের ঘটনা সামনে আসায় এখন রীতিমত টালমাটাল রাজ্য রাজনীতি।

জানা গেছে, ঝাড়গ্রাম শহরের 10 নম্বর ওয়ার্ডের ঘোড়াধারা এলাকায় অপর্ণা মন্ডল নামে বুথ লেভেল অফিসার স্লিপ বিলি করছিলেন। আর সেই সময় তিনি রাস্তার এক মহিলার হাতে বিজেপির সংকল্পপত্র ধরিয়ে দেন। আর সাথে সাথেই হাতেনাতে ধরা পড়েন সেই প্রশাসনিক কর্তা। যেখানে তৃণমূলের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে একাধিক প্রশাসনিক কর্তাকে বদল করতে শুরু করেছে কমিশন, সেখানে বিজেপির সংকল্পপত্র এক প্রশাসনিক কর্তার পক্ষ থেকে মানুষকে ধরিয়ে দেওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কমিশনের পক্ষ থেকে এই ঘটনা নজরে আসার সাথে সাথেই সেই বুথ লেভেল অফিসারকে শোকজ করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে ঝাড়গ্রাম শহর যুব তৃনমূলের সহ-সভাপতি উজ্জ্বল পাত্র বলেন, “ওই অফিসার আগেও বাড়িতে বাড়িতে বসে স্লিপের সাথে বিজেপির সংকল্পপত্র বিলি করেছেন। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলাম। নির্বাচন কমিশন এখন হাতেনাতে ধরেছে। এতেই বোঝা যাচ্ছে যে, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। মানুষ এর যোগ্য জবাব দেবে।”

যদিও এই প্রসঙ্গে ঝাড়গ্রামের বিডিও অভিঞ্জা চক্রবর্তী বলেন, “আমরা ওই অফিসারকে ডেকে পাঠিয়েছি। তিনি কেন এই ধরনের কাজ করেছেন, তা লিখিত ভাবে জানতে চাওয়া হয়েছে।” তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কমিশনের সঙ্গে বিজেপির যুক্ত থাকা নিয়ে অভিযোগ করতে শুরু করেছেন, তখন এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমত চাপে পড়ে গেল নির্বাচন কমিশন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!