এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > BREAKING NEWS – করোনার থাবায় প্রাণ হারালেন দ্বিতীয় তৃণমূল বিধায়ক! শোকের ছায়া রাজনৈতিক মহলে

BREAKING NEWS – করোনার থাবায় প্রাণ হারালেন দ্বিতীয় তৃণমূল বিধায়ক! শোকের ছায়া রাজনৈতিক মহলে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার থাবা ক্রমশ প্রকট হচ্ছে বাংলার বুকে। আর সেই কঠোর থাবা থেকে মুক্তি নেই সাধারণ মানুষ থেকে শুরু করে হেভিওয়েট রাজনীতিবিদ কারোরই! বিভিন্ন রাজনৈতিক দলের একের পর এক হেভিওয়েট নেতা করোনা আক্রান্ত হচ্ছেন। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও – অনেকেই আবার অকালে প্রয়াত হচ্ছেন করোনার আঘাতে।

আর এবার সেই তালিকায় যুক্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সমরেশ দাস। সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে কলকাতায় হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। প্রসঙ্গত, গত ২০ শে জুলাই সমরেশবাবু করোনা আক্রান্ত হন। এরপরেই তাঁকে পাঁশকুড়ার করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু ৭০ বছর বয়সী সমরেশবাবুর হার্টের সমস্যা এবং হাঁপানি রোগ থাকায় প্রথম থেকেই তাঁর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। ফলে পাঁশকুড়ার করোনা হাসপাতাল থেকে তাঁকে কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু, হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিনের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এই তৃণমূল বিধায়কের।

চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে সমরেশবাবুকে ভেন্টিলেশনে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখেন। কিন্তু তাতেও অবস্থার বিশেষ উন্নতি হচ্ছিল না। লড়াইটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে গতকাল সন্ধ্যের দিকেই কার্যত স্পষ্ট হয়ে যায়। আর এরপর আজ ভোররাত্রেই সেই লড়াই চিরতরে থেমে যায়। স্বাভাবিকভাবেই সমরেশবাবুর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিকমহলে। প্রসঙ্গত, এর আগে করোনা আক্রান্ত হয়ে ফলতার তৃণমূল বিধায়ক তমনোষ ঘোষ প্রয়াত হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!