এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্রীড়া জগতে ইন্দ্রপতন,লোকান্তরে প্রাক্তন স্বনামধন্য ফুটবলার

ক্রীড়া জগতে ইন্দ্রপতন,লোকান্তরে প্রাক্তন স্বনামধন্য ফুটবলার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্রীড়া জগতে ঘটে গেলো এক বড়োসড়ো ইন্দ্রপতন। প্রয়াত হলেন রাজ্য তথা দেশের নামজাদা প্রাক্তন ফুটবলার। প্রায় এক সপ্তাহ সময় ধরেই একাধিক সমস্যা নিয়ে ভবানীপুরের একবালপুর নার্সিং হোমে ভর্তি ছিলেন প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক। সদ্য করোনার সংক্রমণ, তার ওপর কিডনির সমস্যা, ব্লাড সুগারের সমস্যা একেবারে কাবু করে দিয়েছিল একসময়ের মাঠ কাঁপানো এই ফুটবলারকে। চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার পরেও আজ সকালে সকলকে চির বিদায় জানিয়ে অজানার দেশে হারিয়ে গেলেন সুভাষ ভৌমিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতীয় ফুটবলে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন সুভাষ ভৌমিক। শুধুমাত্র ফুটবলের হিসেবেই নয় কোচ হিসেবেও তাঁর সাফল্য আকাশচুম্বী। এশিয়ান গেমসে জাপানকে পরাজিত করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনেছিলেন তিনি। আবার কোচ হিসেবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানকে দিয়েছেন একাধিক সাফল্য। কখনো তিনি ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপিয়েছেন, কখনো বা মোহনবাগানের হয়ে। দীর্ঘ সময় ছিলেন জাতীয় ফুটবল দলে। সকলের কাছে তিনি প্রিয় ছিলেন ‘ভোম্বল দা’ বলে।

দীর্ঘ সময় পূর্বে একবার তিনি বাইপাস সার্জারি করিয়েছিলেন। কয়েকবছর ধরেই তাঁর ছিল কিডনির সমস্যা। নির্দিষ্ট সময় পরপর তাঁকে ডায়ালিসিস করাতে হতো। এর মধ্যেই সম্প্রতি তিনি করোনা সংক্রামিত হন। করোনা সংক্রমনের কারণে তাঁকে থাকতে হয়েছিল আইসোলেশনে। যে কারণে নির্দিষ্ট সময়ে তিনি ডায়ালিসিস করাতে পারেননি। ডায়ালিসিস সময়মতো না করাবার কারণেই চিকিৎসকদের হাজার চেষ্টাতেও ফল হলো না। গতকালই তাঁকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। কিডনি প্রতিস্থাপনের চেষ্টাও হয়েছিল। কিন্তু সবকিছুই শেষপর্যন্ত ব্যর্থ প্রতিপন্ন হলো। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল জগতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!