এখন পড়ছেন
হোম > রাজ্য > সিবিআই নিয়ে রাজ্যের সিদ্ধান্তে মুখ খুললেন অরুণ জেটলি

সিবিআই নিয়ে রাজ্যের সিদ্ধান্তে মুখ খুললেন অরুণ জেটলি

গত 8 নভেম্বর অন্ধপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যে, এবার থেকে তাদের রাজ্যে বিনা অনুমতিতে আর সিবিআই প্রবেশ করতে পারবে না। এদিকে অন্ধপ্রদেশ সরকারের এহেন সিদ্ধান্তকে কিছুটা হলেও স্বাগত জানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

গতকাল নেতাজি ইন্ডোরে দলের কোর কমিটির বর্ধিত সভায় খোদ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “চন্দ্রবাবু নাইডু সিবিআইকে নিজের রাজ্যে ঢুকতে না দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে ঠিকই করেছেন। আমিও আইন টা দেখে নেব‌। কারণ এখন এটা করতেই হবে। কেননা এখন বিজেপি নিজেদের পার্টি অফিস থেকেই সব নির্দেশ দেয়।”

আর যেমন বলা তেমনই কাজ। দলের সভা শেষ করেই নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও নিরাপত্তা উপদেষ্টা মন্ডলীর এক বৈঠকে সেই বিগত বাম আমলের 1989 সালে সিবিআইকে দেওয়ার জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। এমনকি একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, এবার থেকে বাংলায় সিবিআই কোনো তদন্ত করতে চাইলে আগে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে।

এদিকে প্রথমে অন্ধ্রপ্রদেশ এবং পরে সেই অন্ধ্রেরই দেখানো পথেই হেটে বাংলার তরফেও এই নিজের রাজ্য সিবিআই ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করায় প্রবল অস্বস্তিতে পড়ে কেন্দ্রের বিজেপি সরকারও। ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর এবার সিবিআই তদন্ত চালানোর জন্য রাজ্যের অনুমতি নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, সংবাদ সংস্থা এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বলেন, “যাদের লুকোনোর জন্য অনেক কিছু আছে তারাই কেবল নিজেদের রাজ্যে সিবিআইকে আটকাচ্ছে। দুর্নীতির ক্ষেত্রে কোনো রাজ্যের সার্বভৌমত্বকে দেখা হয় না। কেবল ভয়ের কারণেই এই নির্দেশ জারি করা হয়েছে।” সব মিলিয়ে এবার অবশেষে দেশের দুই রাজ্যের সিবিআই তল্লাশি চালানোর অনুমতি নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় মুখ খুললেন কেন্দ্রের অর্থমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!