এখন পড়ছেন
হোম > জাতীয় > চব্বিশের লক্ষ্যে তৃণমূল নেত্রীর রাজনৈতিক অঙ্ক কতদূর সফল হবে? পারবেন তিনি কেন্দ্রের বিজেপি শাসনের অবসান ঘটাতে?

চব্বিশের লক্ষ্যে তৃণমূল নেত্রীর রাজনৈতিক অঙ্ক কতদূর সফল হবে? পারবেন তিনি কেন্দ্রের বিজেপি শাসনের অবসান ঘটাতে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ব্যাপক জয় পেয়েছে তৃণমূল। কার্যত এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল বিজেপি। রাজ্য জয় না করতে পারলেও বিজেপি কিন্তু তাঁদের ভোটের অংক বাড়িয়ে নিয়েছে। আর সেখানেই অশনিসংকেত দেখছে তৃণমূল। অতএব শুধু রাজ্য থেকেই নয়, কেন্দ্র থেকেও বিজেপিকে অপসারণ করা এই মুহূর্তে তৃণমূল নেত্রীর অন্যতম লক্ষ্য। তবে সেক্ষেত্রে তিনি কতটা সফল হবেন তা নিয়ে থাকছে প্রশ্ন। আর তাই বিজেপিকে কোণঠাসা করতে এই মুহূর্তে তৃণমূল বিভিন্ন ইস্যুর অবতারণা করছে। কার্যত প্রতিনিয়তঃ তারা আক্রমণের ঝাঁজ বাড়িয়ে চলেছে।

এক্ষেত্রে তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় মোদি বিরোধী শক্তিকে একজোট করে এই লড়াইয়ের বার্তা দিয়েছেন। তবে মূলত পাঁচটি কৌশলের উপর জোর দিচ্ছে তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য। কার্যত মোদি ইমেজকে পুরোপুরি নষ্ট করে দিলে গেরুয়া শিবিরকে চাপে ফেলা যাবে একথা যেমন সত্যি, একই সাথে বিজেপি যে রাজনৈতিক হিংসা ছড়ানোর পাশাপাশি একটি সাম্প্রদায়িক দল একথা প্রচার করলে স্বাভাবিকভাবেই বিজেপির জনপ্রিয়তা কমবে। অন্যদিকে বিভিন্ন জনবিরোধী নীতির মাধ্যমে বিজেপি সরকার আসলে নিজেদের ভাবনাচিন্তাকেই জোরজবরদস্তি মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে, সে কথারও প্রচার চলছে। এক্ষেত্রে মূল্যবৃদ্ধি এরকমই একটি ইস্যু বলে মনে করা হচ্ছে।

একই সাথে বিরোধীদের কণ্ঠরোধ করে বিজেপি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে বলে দাবি তৃণমূলের আর সেটাই তাঁরা সর্বভারতীয়ভাবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। এবং সর্বোপরি জাতীয় স্তরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে এক জোট করে মোদীর সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা। এই সবকটি ইস্যুকে এই মুহূর্তে একসাথে কাজে লাগাতে চাইছে তৃণমূল। আর সেই অনুযায়ী সর্বভারতীয় স্তরে ইতিমধ্যেই সংগঠন বাড়ানোর কাজে উঠে পড়ে লেগেছে তাঁরা। কার্যত বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল যদি বিজেপিকে এখন থেকে আটকাতে না পারে তাহলে আগামী দিনে গেরুয়া শিবির বড় সমস্যা হয়ে দেখা দিতে চলেছে ঘাসফুল শিবিরের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী দিনে বাংলায় যে গেরুয়া শিবির আধিপত্য বিস্তার করবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। আর তাই 2024 সালে বিজেপির ক্ষমতায় আসা আটকাতে এই মুহূর্তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মনে করা হচ্ছে, শুধুমাত্র 24 এর রাজনৈতিক অংকের ওপর ভিত্তি করে বাংলাকে এই মুহূর্তে হয়তো কিছুটা ছাড় দিয়েছে মোদি সরকার। কিন্তু সে ক্ষেত্রেও একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যেভাবে একের পর এক ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চলছে তাতে মনে করা হচ্ছে, 24 এর ক্ষমতায় যদি ফিরে আসে বিজেপি, তাহলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে।

কার্যত আগামী দিনে তৃণমূলের কাছে বড় বিপদ হয়ে দাঁড়াতে চলেছে বিজেপি। তাই এরাজ্যে এবং কেন্দ্রে গেরুয়া শাসনের অবসান ঘটানোই বর্তমানে মূল লক্ষ্য তৃণমূল সুপ্রিমোর। আর এক্ষেত্রে নেত্রীর বিভিন্ন সমীকরণ কতটা কাজে লাগে, সেটাই এখন দেখার। পাশাপাশি বিজেপি বিরোধী জোট কতটা একত্রিত হতে পারে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সেটাও নজরে রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!