এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছিঃ, তৃণমূল, ছিঃ! চোপড়া কি আলাদা রাজ্য? তালিবানি শাসন নিয়ে উঠছে প্রশ্ন!

ছিঃ, তৃণমূল, ছিঃ! চোপড়া কি আলাদা রাজ্য? তালিবানি শাসন নিয়ে উঠছে প্রশ্ন!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের আমলে যে সমস্ত কীর্তিকলাপ হচ্ছে, তা দেখে আর কতদিন চুপ করে থাকা যায় বলুন তো? কেউ যদি অন্যায় করে, তার জন্য তো পুলিশ প্রশাসন আছে, তাদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু তার জায়গায় নেতারা বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য দুই তরুণ তরুণীকে দেখে প্রকাশ্যে সালিশি সভায় মারধর করার সিদ্ধান্ত নেবেন, তাদেরকে আর্থিক জরিমানা করবেন, এ কোন ধরনের রাজ্যে আমরা বাস করছি? চোপড়ার ঘটনার পর রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে যে, রাজ্যে কি তৃণমূল নেতাদের সৌজন্যে চলছে তালিবানি শাসন! চোপড়া কি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্য নাকি যে, যেখানে হামিদুর রহমানের মত পাতি নেতা যা বলবেন, সেটাই ঠিক হবে? সুকান্ত মজুমদারের বক্তব্যের পর তেমনটাই বলছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন চোপড়ার ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “চোপড়ায় হামিদুর রহমানের নেতৃত্বে তালিবানি শাসন চলে। এটা তারই বহিঃপ্রকাশ।” একাংশ বলছেন, একদম ঠিক কথা বলেছেন সুকান্তবাবু। এই রাজ্যে তৃণমূল নেতারা নিজের এলাকাতে নিজেরা রাজা বলে মনে করেন। সেই কারণেই তাদের আইনটাই আইন। আর তাই পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোপড়ায় নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে। যার ফলে তৃণমূলকে ধিক্কারের ভাষা হিসেবে ছিঃ শব্দ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই। সুকান্ত মজুমদারের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!