এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দিলীপের ছবিতে পানের পিক! বড় পদক্ষেপের পথে বিজেপি!

দিলীপের ছবিতে পানের পিক! বড় পদক্ষেপের পথে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই নানা ঘটনা ঘটতে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে। একে অপরের বিরুদ্ধে কটাক্ষ, আক্রমণ, প্রতি-আক্রমণ তো লেগেই আছে। কিন্তু তার মাঝেই মাঝেমধ্যে কুরুচিকর আক্রমণ থেকে শুরু করে পোস্টার ছিঁড়ে দেওয়া, বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করেছে। যাকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে গোটা বাংলা জুড়ে। আর এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাটআউটে পানের পিক ফেলার ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য তৈরি হলো শিলিগুড়িতে। যে ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভার জন্য শিলিগুড়ি বাঘাযতীন পার্কে তার ছবি দিয়ে একটি কাট আউট লাগানো হয়েছিল। বিজেপির অভিযোগ, সেই ছবিতে দিলীপ ঘোষের মুখের উপরে কেউ বা কারা পানের পিক ফেলে দিয়েছে। আর এরপরই গোটা ঘটনায় চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্য জুড়ে। অনেকেরই প্রশ্ন, এই ভাবে যে কোনো দলের নেতাকে অপমান করা সত্যিই দুর্ভাগ্যজনক বিষয়। রাজনীতি রাজনীতির মত করে হবে। কিন্তু সেখানে কারও কাটআউটে এইভাবে পানের পিক ফেলা বা সেই কাট আউট ছিড়ে দেওয়া বঙ্গ সংস্কৃতির অঙ্গ নয় বলেই দাবি করছেন সকলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে তা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির দাবি, এই ঘটনার সঙ্গে তৃনমূলই জড়িত। আসলে তারা নির্বাচনে লড়তে সাহস পাচ্ছে না। তাই এখন এই ধরনের ঘটনা ঘটাতে শুরু করেছে। যদিও বা বিজেপির এই দাবিকে মানতে নারাজ ঘাসফুল শিবির। তাদের পাল্টা দাবি, বিজেপির কিছু অসভ্য ব্যক্তি এসব করে বাজার গরম করতে চাইছে। উত্তরকন্যা অভিযানের পর বিজেপির লোকজন মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স জ্বালিয়ে দিয়েছিল। সেটা শিলিগুড়িবাসী দেখেছেন।

বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যেই প্রধান লড়াই হতে চলেছে। তবে এখন থেকেই পরিস্থিতি যদি এই পর্যায়ে পৌঁছতে শুরু করে, তাহলে উত্তেজনা যে ভবিষ্যতে আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। কেননা এমনিতেই নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে নানা সময়ে বেলাগাম মন্তব্য করে চলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।

আর তার মাঝেই এভাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ফ্লেক্সে পানের পিক ফেলা দেওয়ার ঘটনা যে গেরুয়া শিবিরের হাতে বাড়তি হাতিয়ার তুলে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!