একুশে ভয়ঙ্কর খেলা হবে! বিধানসভার দামামা বাজিয়ে বিস্ফোরক ইঙ্গিত অনুব্রতর! ক্রমশ চড়ছে পারদ তৃণমূল বিজেপি মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য January 20, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে যে জোর টক্কর হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই সেই বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক-বিরোধী উভয়পক্ষ। আর নির্বাচন আসলেই বিভিন্ন মন্তব্য করে যিনি শোরগোল তুলে দেন, সেই অনুব্রত মণ্ডল এখন আবার খবরের শিরোনামে। ইতিমধ্যেই তিনি দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। আর এবার 2021 সালে ভয়ঙ্কর খেলা হবে বলে বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আর তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে এবার গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। হঠাৎ করে 2021 সালে ভয়ঙ্কর খেলা হবে বলে কেন মন্তব্য করলেন এই তৃণমূল নেতা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। সূত্রের খবর, মঙ্গলবার বীরভূমের মল্লারপুরে একটি জনসভায় উপস্থিত হন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেখানেই নিজের দলের স্বপক্ষে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলেও দাবি করেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, “খেলা হবে। 2021 সালে ভয়ঙ্কর খেলা হবে। ফুটবল, হাডুডু, ক্রিকেট খেলা হবে। এগুলো ভয়ঙ্কর খেলা। ফুটবলে অনেকে পায়ে লাথি মারে। মানে পা ভেঙে যায়। ক্রিকেট খেলায় বল লেগে হাঁটুর মালাইচাকি ভেঙে যায়। হাডুডু খেলায় এমন করে টেনে ঢুকল যে, হাত ভেঙে গেল। এরকম অনেক ভয়ঙ্কর খেলা হবে বলে।আশা রাখছি 220 থেকে 230 টা আসন পাব। এর আগে বিধানসভা নির্বাচনে বলেছিলাম, 210 থেকে 220 টা আসন পাব। 211 টি পেয়েছি। এবার মিলিয়ে নেবেন বিজেপিকে পগাড়পার করবে বাংলার মানুষ।” আর অনুব্রত মণ্ডল হঠাৎ করেই এই ধরনের কথা বলায় তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি বীরভূম জেলার সভাপতি আবার নতুন কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন! তিনি কি পরোক্ষে বিরোধীদের হুমকি দিলেন! এখন তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন। বিশ্লেষকদের দাবি, অতীতে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা বিভিন্ন নির্বাচনের সময়ে একাধিক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় গিয়েছিল এই অনুব্রত মণ্ডলকে। চড়াম চড়াম শব্দ থেকে শুরু করে গুড় বাতাসা, নকুলদানা বিভিন্ন মন্তব্য করেছিলেন তিনি। যাকে হাতিয়ার করে বিরোধীরা দাবি করেছিল, ভোটের সময় নজরে রাখতে হবে অনুব্রত মণ্ডলকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এমনকি একসময় নির্বাচনের সময় কমিশনের নজরবন্দী হয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তাকে আটকানো সম্ভব হয়নি। আর এবার 2021 এর বিধানসভা নির্বাচনকে কার্যত “ভয়ঙ্কর” বলে “খেলা হবে” বলে বিস্ফোরক মন্তব্য করলেন সেই অনুব্রত মণ্ডল। যাকে কেন্দ্র করে নতুন চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকে বলছেন, আর কিছুই না। অনুব্রত মণ্ডল এই মন্তব্য করে নিজের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন। পাশাপাশি একাংশের দাবি, আসলে অনুব্রতবাবু অন্যান্য নির্বাচনের মত এই নির্বাচনেও বিরোধীদের ভয় দেখানোর জন্য এই সমস্ত মন্তব্য করার চেষ্টা করছেন। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। তবে যে পক্ষের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, পরিস্থিতি যে ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে, তা অনুব্রত মণ্ডলের এই কথা থেকেই পরিষ্কার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -