নির্বাচনে বামেদের কাছে হারলো তৃণমূল রাজ্য December 10, 2017 সেই ২০১১ থেকে বামদুর্গে ধ্বস নেমেছে আর সেই প্রথা আজও চলছে। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না বামেরা। এদিকে জোট বেঁধেও তেমন কোনো লাভ হয়নি। কিন্তু এদিন নেতাজীনগর প্রমান দিলো যে বামেরা এখনো ফুরোয়নি। বামেরা আবার ঘুরে দাঁড়াচ্ছে। এদিন নেতাজীনগর বাস্তুহারা সমিতির নির্বাচনে বামেদের কাছে হারলো তৃণমূল। মোট ৩০টি আসনের মধ্যে বামফ্রন্ট পেয়েছে ২৯টি আসন, নির্দল-১ এবং তৃণমূল-০।শাসকদলের এই হারকে রাজনৈতিক মহল গুরুত্ত্ব দিচ্ছে কেননা তাদের মতে সামনেই পঞ্চায়েত ভোট ফলে অঘটন ঘটলেও ঘটতে পারে তাই সাবধানী ও শিক্ষা নিতে হবে এর থেকে। যদিও শাসকদল একে গুরুত্ত্ব দিতে নারাজ।অন্যদিকে এই জয়ে স্বাভাবিকভাবেই বামেরা খুশি ও আশাবাদী।পরের নির্বাচনের জন্য। আপনার মতামত জানান -