এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা অবহেও বড়সড় সুখবর শোনালেন মমতা! এবার কর্মসংস্থানের জোয়ার আসতে চলেছে বাংলায়? জেনে নিন

করোনা অবহেও বড়সড় সুখবর শোনালেন মমতা! এবার কর্মসংস্থানের জোয়ার আসতে চলেছে বাংলায়? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। অন্যদিকে কর্মপ্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা, অবসাদ। করোনার কারণে যে ভাবে সারা বিশ্বের অর্থনীতি মার খেয়েছে, তাতে আবার কবে নতুন করে কর্ম সংস্থান হবে সেই নিয়ে চিন্তায় ছিলেন সবাই। তবে এরই মধ্যে চাকরির সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথমত:- অনেকদিন ধরেই নাকি তাজপুরে নতুন বন্দর তৈরি গড়ার চেষ্টা চলছিল। সম্প্রতি সেই বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেছে। ফলে তাজপুরে যে বন্দরটি হবে সেটা রাজ্য সরকারই তৈরি করবে। তবে এত বড় কাজ এই পরিস্থিতিতে একা রাজ্যের পক্ষে সম্ভব নয় বলে টেন্ডারও ডাকা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে আমদানি–রপ্তানির ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতিও হবে বলে জানান।

দ্বিতীয়ত:- অন্যদিকে দিঘায় তৈরি হবে কেবল ল্যান্ডিং স্টেশন। এতে জিও প্রায় ১ হাজার কোটি টাকা লগ্নি করবে। এখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে কাজ হবে। তাছাড়া মোবাইলের যন্ত্রাংশও তৈরি করা হবে জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই দুটি কাজের ঘোষণার সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে রাগও প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায় তাজপুরে বন্দর তৈরির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেও তাঁরা কোনও আগ্রহ দেখায়নি। এছাড়া গঙ্গাসাগরে লোহার সেতু করে দেওয়ার কথা বললে তাও নাকি শোনেনি কেন্দ্র। বন্দরটি তৈরি হলে যে অনেক কর্মসংস্থান হবে সেটা উল্লেখ করেন তিনি।

এই উভয় ক্ষেত্রেই বহু কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনীতিবিদদের মতে ২১এর ভোট হচ্ছে এখন সব রাজনৈতিক দলের জন্য পাখির চোখ। তাই যে ঘোষণাই হোক না কেন তার পিছনে আগামী ভোটে লড়াইয়ে টিকে থাকাই যে লক্ষ সেটাই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!