এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে বুথে ঢুকতে বাধা, তৃণমূলের সঙ্গে হাতাহাতিতে উত্তপ্ত বরানগর!

সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে বুথে ঢুকতে বাধা, তৃণমূলের সঙ্গে হাতাহাতিতে উত্তপ্ত বরানগর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের টার্গেট হয়ে গিয়েছে সমস্ত জায়গায় বিরোধীশূন্য করা। আর সেটা করতে গিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন। বিরোধীরা যে আর ভয়ে গুটিয়ে থাকবে না, তা প্রতি মুহূর্তে স্পষ্ট হয়ে যাচ্ছে এই রাজ্যে। আজ সপ্তম দফার লোকসভা নির্বাচনের সাথে সাথে বাংলায় বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানেই একটি বুথে ঢুকতে গেলে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে তৃণমূল কাউন্সিলরের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে তা বচসার রূপ নেয় বলে খবর।

সূত্রের খবর, আজ বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিভিন্ন বুথ ঘুরে দেখেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তবে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে তিনি প্রবেশ করতে গেলেই তাকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযোগ, তৃণমূলের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার সিপিএম প্রার্থীকে ঢুকতে বাধা দেন। যার তীব্র প্রতিবাদ করেন তন্ময় ভট্টাচার্য। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে গন্ডগোল এবং তা সংঘর্ষের আকার নেয়। যাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের দিন রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে বরানগর বিধানসভা কেন্দ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!