আজকের রাশিফল – কেমন যাবে ৮ ই জুন, শনিবারের দিন? কি বলছে ভাগ্যচক্র? অন্যান্য রাশিফল June 8, 2019 ভাগ্যচক্র ও জ্যোতিষমতে কেমন কাটবে আপনার আজকের দিন? কি কি শুভ বা অশুভ যোগ রয়েছে? কি এড়িয়ে চলবেন? কেমন যাবে আপনার আর্থিক ভাগ্য? প্রেম বা দাম্পত্যের ক্ষেত্রেই বা কি হবে? জেনে নিন দিনের শুরুতেই। মেষরাশি (ARIES – জন্মদিন ২১ শে মার্চ – ২০ শে এপ্রিল) – আপনার দৈনন্দিন কাজে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হবে। কোনো একটা বিষয়ে সারাদিন ধরেই মানসিক চাপে ভুগবেন। অনাবশ্যক খরচ বৃদ্ধি পাবে। বৃষরাশি (TAURUS – জন্মদিন ২১ শে এপ্রিল – ২১ শে মে) – আপনার বীরত্ব প্রশংসিত হবে। আপনার দৈনন্দিন জীবন ঠিকঠাক যাবে। ভ্রাতা বা ভগিনীর কল্যানে অর্থযোগ রয়েছে। মিথুনরাশি (GEMINI – জন্মদিন ২২ শে মে – ২১ শে জুন) – ব্যবসায় প্রভূত উন্নতি লক্ষ্যণীয়। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সবকিছু ঠিকঠাক হবে। কর্কটরাশি (CANCER – জন্মদিন ২২ শে জুন – ২২ শে জুলাই) – বৈবাহিক জীবন চূড়ান্ত সুখের হতে চলেছে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। অর্থযোগ রয়েছে। সিংহরাশি (LEO – জন্মদিন ২৩ শে জুলাই – ২১ শে আগষ্ট) – কর্মসংক্রান্ত ভ্রমনযোগ ভাগ্যে রয়েছে। তবে মানসিক চাপ বাড়তে পারে। অস্বাভাবিক খরচ বৃদ্ধি হতে পারে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কন্যারাশি (VIRGO – জন্মদিন ২২ শে আগষ্ট – ২৩ শে সেপ্টেম্বর) – ব্যবসায় লাভযোগ রয়েছে। যা কিছুতেই হাত দিন সাফল্য আসবেই। বন্ধুদের সঙ্গে সুখের সময় কাটবে। তুলারাশি (LIBRA – জন্মদিন ২৪ শে সেপ্টেম্বর – ২৩ শে অক্টোবর) – কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা পাবেন। কর্মক্ষেত্রে খুব সহজেই সাফল্য আসবে। আপনার রোজগারের ক্ষেত্রেও উন্নতিযোগ লক্ষ্যণীয়। বৃশ্চিকরাশি (SCORPIO – জন্মদিন ২৪ শে অক্টোবর – ২২ শে নভেম্বর) – ভুল বোঝাবুঝি থেকে মানসিক অশান্তি বাড়বে। বেলার দিকে উন্নতিযোগ রয়েছে। আর্থিক উন্নতিও লক্ষ্যণীয়। ধর্ম নিয়ে চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে। ধনুরাশি (SAGITTARIUS – জন্মদিন ২৩ শে নভেম্বর – ২২ শে ডিসেম্বর) – কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে। নিজের রাগ ও কথাবার্তার উপর রাশ টানুন। পেটের গোলমালে ভোগার সমূহ সম্ভাবনা। মকররাশি (CAPRICORN – জন্মদিন ২৩ শে ডিসেম্বর – ২০ শে জানুয়ারি) – ব্যবসায় উন্নতিযোগ রয়েছে। বিবাহিত জীবন খুবই সুখের হতে চলেছে। সমাজে আপনার উপস্থিতি আরও উজ্জ্বল হবে। সন্তানরা আপনার পাশেই থাকবে। কুম্ভরাশি (AQUARIUS – জন্মদিন ২১ শে জানুয়ারি – ১৯ শে ফেব্রুয়ারি) – মানসিক ও শারীরিকভাবে খুবই গর্বিত ও শক্তিশালী বোধ করবেন। চাকুরিজীবীদের জন্য সাফল্য অপেক্ষা করছে। খরচ বৃদ্ধি পাবে। মীনরাশি (PISCES – জন্মদিন ২০ শে ফেব্রুয়ারি – ২০ শে মার্চ) – কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। ছাত্রদের জন্য খুবই ভালো দিন। অর্থনৈতিক উন্নতি যোগ রয়েছে। ধর্মীয় ভ্রমন যোগ রয়েছে। আপনার মতামত জানান -