এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একের পর এক বিতর্ক পেরিয়ে নন্দীগ্রামের ফলাফল নিয়ে শুনানি শুরু, উপস্থিত রয়েছেন খোদ মমতা ব্যানার্জ্জী

একের পর এক বিতর্ক পেরিয়ে নন্দীগ্রামের ফলাফল নিয়ে শুনানি শুরু, উপস্থিত রয়েছেন খোদ মমতা ব্যানার্জ্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেলেও নন্দীগ্রাম কিন্তু এখনও যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে রয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি নন্দীগ্রামের পরতে পরতে বিতর্ক। প্রসঙ্গত, নন্দীগ্রাম এবারের নির্বাচনে একটি হাইভোল্টেজ কেন্দ্র বলে বিবেচিত হয়েছিল। তার কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সেখান থেকে লড়াইয়ে নেমেছিলেন, ঠিক একইভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। যদিও উল্লেখযোগ্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম পীঠস্থান নন্দীগ্রাম থেকে কিন্তু তৃণমূল নেত্রী হেরে যান। বদলে নন্দীগ্রামে জয় পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কিন্তু এই জয় নিয়েও প্রথম থেকেই বিতর্ক চলছে। প্রাথমিকভাবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1900 ভোটে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু কিছুসময়ের পরেই সেই জয়কে বাতিল করে বলা হয় শুভেন্দু অধিকারী 2500 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আর সেই ইস্যুতেই সম্প্রতি নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের  প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মামলা করেছেন হাইকোর্টে। তারই শুনানি চলছে আজ। এই মামলা শুরুতেও বিতর্ক হয়েছিল বিচারপতিকে নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেখা যাচ্ছে, নন্দীগ্রাম মামলাটি যার এজলাসে গিয়েছে সেই কৌশিক চন্দ একসময় গেরুয়া শিবিরের হয়ে বহু মামলা লড়েছেন। আর বিজেপি যোগের একাধিক প্রমাণ ইতিমধ্যেই দাখিল করে তৃণমূলের পক্ষ থেকে মামলা অন্য বেঞ্চে স্থানান্তরের আবেদন করা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই আবেদন খারিজ হয়ে আজ শুনানি শুরু হয়েছে কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চে। নির্বাচন সংক্রান্ত মামলার নিয়ম অনুযায়ী মামলাকারীকে শুনানিতে উপস্থিত থাকতে হবে।

তাই আজকের শুনানিতে উল্লেখযোগ্যভাবে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে যায়। কিন্তু আজকে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হওয়ার কথা। খুব স্বাভাবিকভাবেই আজকের শুনানি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী অভিষেক মনু সিংভি। আপাতত দেখার প্রথম শুনানিতেই নন্দীগ্রাম জট ছেড়ে যায় নাকি নন্দীগ্রাম মামলার রায় পেতে গেলে অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!