এখন পড়ছেন
হোম > রাজনীতি > একি ঔদ্ধত্য মমতার? প্রকাশ্যেই আদালতের নির্দেশ না মানার চ্যালেঞ্জ! উত্তাল রাজ্য!

একি ঔদ্ধত্য মমতার? প্রকাশ্যেই আদালতের নির্দেশ না মানার চ্যালেঞ্জ! উত্তাল রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এ কেমন মুখ্যমন্ত্রী? যিনি আদালতের নির্দেশ পর্যন্ত প্রকাশ্যে না মানার কথা বলেন। এর আগেও অনেক নির্দেশকে অমান্য করেছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। আর আজ আদালত 2010 সালের পর পাঁচ লক্ষ তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিতেই প্রকাশ্য সভা থেকে সেই রায় না মানার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, এদিন আদালতের পক্ষ থেকে ২০১০ সালের পর তৃণমূল সরকারের জমানায় তৈরি হওয়া ৫ লক্ষ্য ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৩ সালের আইন মেনে নতুন করে সেই সমস্ত সার্টিফিকেট তৈরি করতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। তবে এই সার্টিফিকেটের ভিত্তিতে হওয়া চাকরি বৈধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন একটি নির্বাচনী সভা থেকে তিনি বলেন, “আমি এই রায় মানি না। যেমন ২৬ হাজার চাকরি যখন বাতিল হয়েছিল তখন বলেছিলাম, এই রায় মানি না, তেমনই আমি এই নির্দেশকেও মানি না। বিজেপির এই রায়কে আমি মানব না।” স্বভাবতই প্রকাশ্যে আদালতের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে ভোটের মধ্যে রীতিমত প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!