এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনের আগেই শ্রমিক- কর্মচারীদের নিম্নতম মজুরি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের – খুশির হাওয়া কর্মচারী মহলে

নির্বাচনের আগেই শ্রমিক- কর্মচারীদের নিম্নতম মজুরি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের – খুশির হাওয়া কর্মচারী মহলে

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনের আগে এবার দেশের শ্রমিক কর্মচারীদের নূন্যতম মজুরি বৃদ্ধির সুপারিশ করার মতো ঘোষনার কথা শোনা গেল কেন্দ্রের বিজেপি সরকারের গলায়। সূত্রের খবর, সম্প্রতি এই ব্যাপারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধির সুপারিশ করে একটি রিপোর্ট পেশ করেছে।

আর এই রিপোর্টে শহুরে এলাকায় বসবাসকারী শ্রমিক-কর্মচারীদের বাড়ি ভাড়া দেওয়ার জন্য দৈনিক 55 টাকা করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। জানা গেছে, এর জন্য মোট পাঁচটি ভাগে প্রতিটি রাজ্যকে ভাগ করা হয়েছে। তবে প্রথমেই এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে সেই বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মোতাবেক সেই রিপোর্ট ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হবে।

আর সেখানেই এই ব্যাপারে সাধারণ মানুষের পরামর্শ পাওয়ার পরেই এই ব্যাপারটি চূড়ান্ত করার পথে হাঁটবে কেন্দ্র। কিন্তু কি আছে সেই বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে? কি কিই বা সেখানে সুপারিশ করা হয়েছে?

সূত্রের খবর, সর্বভারতীয় স্তরে এই শ্রমিক-কর্মচারীদের দৈনিক মজুরির পরিমাণ 375 টাকা অর্থ্যাৎ মাসে 9 হাজার 750 টাকা করার দাবি জানানো হয়েছে। আর এখানেই একাংশের প্রশ্ন, যেখানে শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম দৈনিক মজুরি পরিমাণ 321 টাকা এবং শ্রমিকদের মজুরির পরিমাণ 371 টাকা, সেখানে কেন তা বাড়ানোর জন্য সুপারিশ করা হচ্ছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই ব্যাপারে বিশেষজ্ঞ কমিটি’র অনেকে বলছেন, ভারতবাসীর প্রত্যেকেই যাতে প্রতিদিন পুষ্টিগত খাবার পান সেই জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কিছু সুপারিশ করেছে। যেখানে বলা হয়েছে যে, প্রতিদিন একজন মানুষকে অন্তত 50 গ্রাম প্রোটিন এবং 30 গ্রাম ফ্যাট খাদ্য হিসেবে গ্রহণ করতেই হবে।

আর এখানেই বিশেষজ্ঞ কমিটি’র অনেকে বলছেন যে, অনেক ক্ষেত্রেই দেশের ন্যূনতম শ্রমিক-কর্মচারীদের অনেকেই এই পুষ্টিগত খাবার পান না। তাই তাদের ন্যূনতম বেতন বাড়ানোর দাবি জানানো হয়েছে। কিন্তু কোন রাজ্যে ঠিক কত টাকা বৃদ্ধির জন্য সুপারিশ করেছে তারা?

রিপোর্টে দেখা গেছে, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং উত্তরপ্রদেশের শ্রমিক কর্মচারীদের জন্য 342 টাকা অর্থাৎ মাসে 8 হাজার 892 টাকা, দ্বিতীয় রিজিওনে থাকা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্রিশগড়, রাজস্থান, জম্মু-কাশ্মীর এবং উত্তরাখণ্ডের শ্রমিক কর্মচারীদের জন্য 380 টাকা, অর্থাৎ মাসে 9 হাজার 880 টাকা, তৃতীয় রিজিওনে গুজরাট, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর জন্য দৈনিক 414 টাকা অর্থাৎ মাসে 10 হাজার 764 টাকা,

চতুর্থ রিজিওনে হরিয়ানা, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি, গোয়া এবং পাঞ্জাবের জন্য দৈনিক 447 টাকা, অর্থ্যাৎ মাসে 11 হাজার 662 টাকা এবং পঞ্চম রিজিওনে অরুণাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ও ত্রিপুরায় দৈনিক 386 টাকা এবং মাসে 10 হাজার 36 টাকা সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে শ্রমিক কর্মচারীদের নূন্যতম মজুরি নিয়ে ঠিক কবে এই ঘোষণা করে দেশের কেন্দ্রীয় সরকার এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!