এখন পড়ছেন
হোম > রাজ্য > কৃষকদের স্বার্থ রক্ষায় বিজেপির বিধানসভা অভিযানে পুলিশের সাথে ধস্তাধস্তি – জানুন বিস্তারিত

কৃষকদের স্বার্থ রক্ষায় বিজেপির বিধানসভা অভিযানে পুলিশের সাথে ধস্তাধস্তি – জানুন বিস্তারিত


এবার কৃষকদের স্বার্থরক্ষায় বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যসরকারের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গেল বিজেপিকে। কৃষকদের প্রাপ্যটুকু অধিকারের দাবীতে বিজেপির কৃষক মোর্চার ডাকে বিধানসভা অভিযানের হুমকি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তাছাড়া এদিন বিজেপি কৃষক মোর্চা একই ইস্যুতে বিক্ষোভ মিছিল করে রাজধানীর বুকে। এদের সঙ্গ দেন রাজ্যের পদ্ম নেতৃত্ব দিলীপ ঘোষ,কিষাণ মোর্চার সভাপতি রামকৃষ্ণ পাল সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা। রাজ্য বিজেপি দপ্তর থেকে শুরু করে ধর্মতলা হয়ে রাণি রাসমণি রোড পর্যন্ত চলে এই বিক্ষোভ মিছিল।

এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিজেপি সমর্থকদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশি তৎপরতায় এই পরিস্থিতি কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে বলেই জানা গিয়েছে।

কৃষকদের বঞ্চনার অভিযোগের পাশাপাশি রাজ্যসরকারের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গেল বিজেপি নেতৃত্বদের। রাজ্য চালানোর নামে গণতন্ত্র হত্যা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার,এমনটা বলেই তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিল বিজেপি। এদিনের বিক্ষোভ মিছিল রুখতে আগে থেকেই প্রস্তুত ছিল রাজ্যপুলিশ।

প্রশাসনিক তৎপরতা দেখে একথা বুঝে নিতে অসুবিধা হয়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের। শীর্ষ আধিকারিকদের তত্ত্বাবধানে দ্বিস্তরীয় নিরাপত্তার বলয় তৈরি করা হয় রানি রাসমণি রোডে। প্রথমে ব্যারিকেড ও তারপর গার্ডরেলের ব্যবস্থা করা হয়। এছাড়া নিয়োগ করা হয়েছিলো প্রচুর পুলিশ কর্মী।

মিছিল শেষে বিজেপি নেতারা বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে চাইলেও তা করতে পারেননি তাঁরা। প্রশাসনের তরফ থেকে অনুমতি না থাকায় পুলিশের কর্মকর্তারা তাঁদের বিধানসভায় ঢুকতে বাধা দেন।

বিধানসভার শীতকালীন অধিবেশন চলছে এই মুহূর্তে। তাই লোকসভা ভোটের আগে এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের প্রাপ্যটুকু বুঝে নিতে চায় কৃষক মোর্চা। কৃষকদের ভাবমূর্তি প্রতিষ্ঠার পাশাপাশি রাজ্যসরকারে বিভিন্ন ভ্রান্ত নীতির কারণে কৃষকদের যে অধিকার ক্ষুন্ন হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার লক্ষ্যে এই বিক্ষোভ মিছিল করা হল বলেই মনে করছেন রাজনৈতিকমহল।

আর সুযোগ বুঝে রাজ্যসরকার বিরোধী এই বিক্ষোভ মিছিলে পা মেলালেন রাজ্য বিজেপি নেতৃত্বরা। লক্ষ্যমাত্রা রয়েছে লোকসভা ভোটে ২০ টি আসন দখলে নেওয়ার। আর সেই লক্ষ্য পূরণের জন্যে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিজেপি। ডিসেম্বরের রথযাত্রার আগে ব্যাপক মাত্রায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করছে রাজ্য বিজেপির নেতৃত্বরা। তাই কৃষক মোর্চার বিক্ষোভকে অস্ত্র বানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালো রাজ্যবিজেপি। এবং লোকসভা ভোটের আগে মমতা সরকারকে কোনঠাসা করার একটা সুযোগও হাতছাড়া করবে না বিজেপি,এমনটা সাফ বুঝিয়ে দিল একটার পর এক রাজ্যসরকার বিরোধী কর্মসূচির মাধ্যমে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!