এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা মোকাবিলাতেও কি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এই রাজ্যে? প্রশ্ন তুলে দিলেন দলীয় বিধায়কই!

করোনা মোকাবিলাতেও কি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এই রাজ্যে? প্রশ্ন তুলে দিলেন দলীয় বিধায়কই!

করোনা ভাইরাসকে মোকাবিলা করতে এখন প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তৎপরতা অবলম্বন করেছে। যেনতেন প্রকারেণ সঠিক পরিকাঠামো দিয়ে এই করোনা ভাইরাসকে বিদায় দেওয়াই সকলের মূল লক্ষ্য। তবে এবার বিজেপির দখলে থাকা ত্রিপুরা রাজ্যে করোনা মোকাবিলায় দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপিরই হেভিওয়েট নেতা সুদীপ রায় বর্মন। যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেখানে।

সূত্রের খবর, গত 23 এপ্রিল ত্রিপুরায় বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে করোনা মোকাবিলায় নানা সরঞ্জাম এবং দুর্নীতি নিয়ে তিন পাতার চিঠি লিখেছিলেন বিজেপির বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। ইতিমধ্যেই সেই চিঠি সংবাদমাধ্যমের হাতে পৌঁছে গিয়েছে। কিন্তু এই চিঠিতে কি এমন বলা হয়েছে! যা বিজেপির অস্বস্তিকে বাড়িয়ে দিল?

জানা গেছে, গত 21 মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা উল্লেখ করে চিঠিতে সুদীপ রায় বর্মন অভিযোগ করেছেন, ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, সংশ্লিষ্ট বিষয়ে পূর্বঅভিজ্ঞতা স্থানীয় কোম্পানির কাছ থেকে মাত্র 75 লাখ টেস্টিং কিট এবং স্যানিটাইজার কেনার ক্ষেত্রে 40 লক্ষ টাকার মত অতিরিক্ত খরচ দেখানো হয়েছে। পুনের নামি কোম্পানিকে যে দামে অর্ডার দেওয়া হয়েছে, তার আড়াই গুন দামে স্থানীয় ব্যবসায়ীকে অবৈধভাবে উপরোক্ত বরাত দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও স্যানিটাইজার, সাবান ইত্যাদি দান করা হলেও, এখন তার কোনো হিসেব নেই বলে অভিযোগ করেছেন এই বিজেপি বিধায়ক। আর খোদ বিজেপি সরকারের বিরুদ্ধে বিজেপির বিধায়কের এই অভিযোগ এখন রীতিমত শোরগোল ফেলে দিয়েছে ত্রিপুরা রাজ্যে। অনেকে বলছেন, যা বিরোধীদের করার কথা, সেটা বিরোধীরা না করে বিজেপির বিধায়ক যেভাবে তার দলের সরকারের বিরুদ্ধে করলেন, তা নিঃসন্দেহে ত্রিপুরায় বিজেপির অস্বস্তিকে দ্বিগুণ ভাবে বৃদ্ধি করল।

তবে এর পেছনে রাজনৈতিক কারণ দেখছেন বিশেষজ্ঞরা। একাংশের মতে, ত্রিপুরায় বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে এই সুদীপ রায় বর্মনের সম্পর্ক খুব একটা ভালো নয়। একসময় এই সুদীপবাবুকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বিপ্লববাবু। করোনা মোকাবিলায় ত্রিপুরাকে মডেল করে যখন গোটা দেশ এগোচ্ছে, ঠিক তখনই সেই ত্রিপুরা সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করে সুদীপ রায় বর্মন শোরগোল তুলে দিলেন।

যা ত্রিপুরায় বিজেপি সরকারকে প্রবল অস্বস্তিতে ফেলে দিল বলেই মত ওয়াকিবহাল মহলের। এখন গোটা বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের। বিশেষ করে করোনা মহামারীকে আটকাতে সকলেই বলছেন রাজনীতি ভুলে একত্রিত হয়ে লড়াই করার। আর মাত্র ২ দিন আগেই ত্রিপুরাকে করোনা মুক্ত রাজ্য ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপিরই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে যে ভাবে আর্থিক দুর্নীতি সামনে এল, তা গেরুয়া শিবিরের কাছে রীতিমত অস্বস্তিকর বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!