এখন পড়ছেন
হোম > রাজ্য > যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রাজ্য!

যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই প্রশ্ন তৈরি হয়েছিল, অযোগ্য চাকরি প্রার্থীদের না হয় চাকরি গেল, কিন্তু সবাই কি অযোগ্য? প্রচুর তো যোগ্য প্রার্থীরাও রয়েছে। তাদের ভবিষ্যৎ কি? ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে বহাল রেখেছে। কিন্তু আজ আবার সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে শুনানি হওয়ার দিন ছিল। তাই স্বাভাবিকভাবেই সকলেই নজর ছিল সেই দিকেই।

অযোগ্য চাকরিপ্রার্থীদের মধ্যে এই বিষয় নিয়ে আশঙ্কা তৈরি হলেও, যোগ্য চাকরি প্রার্থীরাও কিন্তু খুব একটা নিশ্চিন্তে নেই। তারা ভাবছেন যে, এই দুর্নীতির কারণে এবার তাদের চাকরির ভবিষ্যৎ কি হবে? তাই স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর অনেক কিছু নির্ভর করছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!