ফের বিজেপিতে যোগ রাজ্য February 18, 2018 ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠান হয় সেখানে বিজেপিতে প্রায় ৪০ জন যোগদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি -র বস্তি উন্নয়ন সেলের কনভেনর জিতেন্দ্র মণি ত্রিবেদী। এদিন যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি।এদিন তিনি বলেন “কিছুদিনের মধ্যে ত্রিপুরায় এবং তারপর ওড়িশা রাজ্যে জিতব।” আপনার মতামত জানান -