এবার রাজ্যেও কি নাগরিকপঞ্জী? অমিত শাহের সভা থেকেই বড়সড় পদক্ষেপের পথে যুব-বিজেপি জাতীয় রাজ্য August 4, 2018 সম্প্রতি অসমে এন আর সি চালু করলে সেই তালিকা থেকে বাদ যায় সেখানকার 40 লক্ষ মানুষের নাম। আর তারই প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে এরাজ্যের বিজেপি নেতারা বলেছিলেন, বাংলাতেও নাকি প্রয়োগ করা হবে। যার বিরুদ্ধে কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ করে “বাংলায় এনআরসি হলে গৃহযুদ্ধ হবে” বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে,বাংলায় এনআরসি চালু করতে এবার তাঁদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করল রাজ্য বিজেপি। সূত্রের খবর, আগামী 11 ই আগষ্ট রাজ্যে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তাঁর সেই সভা থেকেই রাজ্যে এনআরসি চালুর দাবি তুলবে তাঁরা। যার জন্য এখন থেকেই এনআরসির পক্ষে সই সংগ্রহে নামল বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। জানা গেছে, এনআরসি চালুর পক্ষে এইরকম লক্ষ স্বাক্ষর সম্বলিত একটি দাবিপত্র নিয়ে তাঁরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও আর্জি জানাবেন। 11 ই আগষ্ট দলের সর্বভারতীয় সভা থেকেই রাজ্যে এই এনআরসি প্রয়োগের জন্য সই সংগ্রহ কর্মসূচীতে প্রথম স্বাক্ষর করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের মতে, এটা আসলে বিজেপির পক্ষ থেকে তৃনমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখারই কৌশল। এখন গেরুয়া শিবিরের সেই কৌশলকে ভেস্তে দিতে কী পদক্ষেপ নেয় এরাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস! সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -