এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি চরমে! ৬ জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দিল পুলিশ!

তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি চরমে! ৬ জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দিল পুলিশ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আবার প্রকাশ্যে শাসকদল তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল। গত বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের জোয়ালডাঙা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘটে গেল। তৃণমূলের এই দুই গোষ্ঠী দলের দুই নেতার অনুগামী বলে পরিচিত। দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশ গ্রেপ্তার করেছে ৬ জন অভিযুক্তকে। আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

নিজেদের নাম গোপন রেখেই স্থানীয় বেশকিছু তৃণমূল কর্মী জানিয়েছেন যে, জোয়ালভাঙ্গাতে তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে একটি হলো পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির গোষ্ঠী এবং অপরটি হল পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মধ্যে ইতিপূর্বে বারবার সংঘর্ষ বেধেছে। দুই গোষ্ঠীর দুটি আলাদা কার্যালয় আছে জোয়ালভাঙ্গা এলাকায়।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় দুই গোষ্ঠীর মধ্যে অকস্মাত্ প্রবল সংঘর্ষ দেখা দেয়। এ প্রসঙ্গে পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী বলে পরিচিত তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল জানিয়েছেন যে, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অনুগামী বলে পরিচিত তৃণমূল নেতা অসীম মন্ডল কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের দলীয় কার্যালয় দখলের চেষ্টা করেছিলেন। কিন্তু, কিছু এলাকাবাসী তাদের কাজে বাধা দিলে, তখনকার মতো তারা সরে যান। কিন্তু এরপর অসীম মন্ডলের নেতৃত্বে প্রদীপ মণ্ডলের বাড়িতে হামলা চালানো হয়, বলে অভিযোগ উঠেছে।

তবে, তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলের সমস্ত অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল নেতা অসীম মন্ডল। এ প্রসঙ্গে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অনুগামী বলে পরিচিত কাঙাল বাউড়ি জানিয়েছেন যে, প্রদীপ মণ্ডল কুড়ি জন লোককে সঙ্গে নিয়ে তাকে প্রচণ্ড মারধর করেছেন। তার বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।

আপনার মতামত জানান -

এরপর, পুলিশ এই ঘটনায় প্রদীপ মণ্ডল সহ ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদীপ মণ্ডল ও তার লোকেরা। প্রদীপ মন্ডলের জনৈক নিকটাত্মীয় অভিযোগ করেছেন যে, পাণ্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কিন্তু এরপর অসীম মণ্ডলদের গ্রেফতার না করে প্রদীপ মণ্ডল সহ ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এ প্রসঙ্গে ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ করেছেন যে, প্রভাবশালীদের কথায় পুলিশ একতরফাভাবে গ্রেপ্তার করেছে দলের কর্মীদের। এতে ক্ষতি হয়েছে দলের। অন্যদিকে, এ প্রসঙ্গে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন যে, দলের গোষ্ঠী কোন্দলের বিষয়ে তিনি জানেন না। এ ব্যাপারে খোঁজ নেবেন তিনি।

প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের সময় থেকেই এই দুই গোষ্ঠীর অন্তর্কলহ দেখা যায়। হরিপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বারবার সংঘর্ষ ঘটেছে। প্রসঙ্গত, এরিয়ার ডিও-র কয়লা উত্তোলনের কর্মী নিয়োগকে কেন্দ্র করে ইসিএলের পাণ্ডবেশ্বর ও শোনপুর বাজারি প্রকল্প এলাকার মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছিল। অনেকের অনুমান, গত বুধবার রাতের ঘটনা শোনপুর বাজারি এলাকায় দখলকে কেন্দ্র করেই ঘটেছে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করা হয়েছে। এর তদন্তর কাজ চলছে। ধৃত ৬ জন সন্দেহভাজনকে দুর্গাপুর আদালতে পাঠানো হয়েছিল। তাদের সাত দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এভাবে, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিম বর্ধমান জেলায় প্রকাশ্যে চলে এলো তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!