এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বড়সড় যোগদান বিজেপিতে, জেনে নিন বিস্তারিত

বড়সড় যোগদান বিজেপিতে, জেনে নিন বিস্তারিত

 

লোকসভা নির্বাচনে বামেদের ভোটব্যাঙ্ক তলানিতে ঠেকেছিল। যা দেখে অনেকে বলেছিল, বামেদের সম্পূর্ণ ভোট বিজেপিতে যাওয়ার কারণেই বিজেপি বাংলা থেকে 18 টি আসন দখল করেছে। তবে এনিয়ে নানা বিতর্ক থাকলেও এবং লোকসভা নির্বাচনের পর রাজ্যে অনেক দলবদল হলেও, সেভাবে সিপিএমের হেভিওয়েট নেতাদের দল বদল করতে দেখা যায়নি। তৃণমূল থেকে রাজ্য স্তরের এক ঝাঁক নেতা বিজেপিতে নাম লেখালেও, যে সিপিএমের বিরুদ্ধে বিজেপির ভোট বাড়ানোর অভিযোগ উঠেছিল, সেই সিপিএমের তেমন কোনো হেভিওয়েট নেতা গেরুয়া শিবিরে নাম লেখাননি।

তবে এবার হয়ত সেই বাম শিবির ভাঙতে শুরু করল। সূত্রের খবর, এবার সিপিএম ছেড়ে বিজেপিতে নাম লেখালেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের উত্তর 24 পরগনা জেলার সভাপতি শান্তনু বসু। জানা যায়, এদিন বনগাঁ চাঁদপাড়া এলাকায় দিলীপ ঘোষের উপস্থিতিতে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান শান্তনুবাবু। আর বামেদের যুব সংগঠনের হেভিওয়েট নেতার বিজেপিতে যোগদানে গেরুয়া শিবির উচ্ছ্বসিত হলেও, অস্বস্তিতে পড়েছে আলিমুদ্দিন স্ট্রিট। তবে দলের সঙ্গে যে দিনকে দিন দূরত্ব বাড়ছিল শান্তনু বসুর, তা উপলব্ধি করেছিলেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে উত্তর 24 পরগনা জেলার সিপিএমে কিছু সাংগঠনিক রদবদল প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। যেখানে দুই ছাত্র যুব-নেতাকে জেলা কমিটির সদস্য করা হয়। আর তখন থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে শান্তনু বসুর। কেন তাকে জেলা কমিটিতে রাখা হল না! তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের হোয়াটসঅ্যাপ গ্রুপে উষ্মা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি সেই গ্রুপ থেকে লেফট করে যান। তবে তিনি যে এত বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন, তা আন্দাজ করতে পারেননি কেউই। তাই হঠাৎ উত্তর 24 পরগনা জেলার ডিওয়াইএফআইয়ের সভাপতির বিজেপিতে যোগদান নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে বাম শিবিরের। এদিন এই প্রসঙ্গে সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদক সায়ানদীপ মিত্র বলেন, “বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছিলাম ওর সংগঠন করার ইচ্ছে নেই। উচ্ছিষ্টদের যেখানে ঠাই হওয়ার কথা। সেখানেই হয়েছে।”

এদিকে এই প্রসঙ্গে উত্তর দমদমের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, “ব্যাপারটা বুঝতে পারছিলাম। কিন্তু আমরা তো প্রকাশ্যে কিছু বলিনি। তাই দায় তো নিতেই হবে।” তবে যেখানে বামেদের কার্যত দিশেহারা অবস্থা, সেখানে এহেন যুবনেতার বিজেপিতে যোগদান বামেদের পিঠ কি দেওয়ালে ঠেকিয়ে দিল না! প্রশ্নটা থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!